নকলায় বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৬: ০৬

শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।

থানা-পুলিশের কার্যক্রম না থাকায় আজ রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় লাশ থানায় নিয়ে যায় নিহতের পরিবার।

নিহত শফিকুল ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ৬০ মিটারের মতো। শফিকুল দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া বলেন, ‘শফিকুলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা-পুলিশের কোনো কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়েন। পরে কে বা কারা দোকানে ঢুকে তাঁকে খুন করে টাকাপয়সা নিয়ে যায়। সকালে খরিদ্দারের চিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।’

টালকী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় তাঁর লাশ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত