জামালপুর প্রতিনিধি
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ছয়জনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আসামিরা।
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে পাঁচজন সাংবাদিক নাদিম হত্যার পর তাঁর স্ত্রী মনিরা বেগমের দায়ের করা এজাহারভুক্ত আসামি। বাকি ১১ জন হত্যা ঘটনায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এই মামলায় আদালতে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তাঁর দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির এই তিনজন আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। পৌর শহরের পাটহাটি এলাকায় মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে হামলার শিকার হন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় এজাহারভুক্ত মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন—
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ছয়জনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আসামিরা।
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে পাঁচজন সাংবাদিক নাদিম হত্যার পর তাঁর স্ত্রী মনিরা বেগমের দায়ের করা এজাহারভুক্ত আসামি। বাকি ১১ জন হত্যা ঘটনায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এই মামলায় আদালতে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তাঁর দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির এই তিনজন আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। পৌর শহরের পাটহাটি এলাকায় মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে হামলার শিকার হন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় এজাহারভুক্ত মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন—
কেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৯ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১০ ঘণ্টা আগে