কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে।
জানা গেছে, লিটন শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে মালামাল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকা দিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ বর্তমানে ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, ‘বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস সন্ধ্যায় ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে গেছে বলে শুনেছি।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ‘ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তাঁর ছবিও পাঠিয়েছে।’
সীমান্তে হত্যার বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ বলেন, ‘এ রকম একটি বিষয় শোনার পরে আমরা বারবার বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কোনো সহযোগিতা করছে না, যার ফলে আমরা এই মুহূর্তে সঠিক তথ্য দিতে পারছি না। সর্বশেষ তাদের পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রেখেছি এবং তাদের সঙ্গে যোগাযোগ চলছে।’
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে।
জানা গেছে, লিটন শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে মালামাল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকা দিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ বর্তমানে ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, ‘বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস সন্ধ্যায় ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে গেছে বলে শুনেছি।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ‘ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তাঁর ছবিও পাঠিয়েছে।’
সীমান্তে হত্যার বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ বলেন, ‘এ রকম একটি বিষয় শোনার পরে আমরা বারবার বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কোনো সহযোগিতা করছে না, যার ফলে আমরা এই মুহূর্তে সঠিক তথ্য দিতে পারছি না। সর্বশেষ তাদের পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রেখেছি এবং তাদের সঙ্গে যোগাযোগ চলছে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৬ মিনিট আগেমাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
৩৩ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
১ ঘণ্টা আগে