ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার এবং আরও দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃদের আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের মো. কামাল শেখ (৪৫), সোহরব শেখের ছেলে বাচ্চু শেখ (৪০) ও একই এলাকার মজিদ শেখের ছেলে সুমন শেখ (২৫)।
তিনজনকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।
ওসি আশরাফুল জানান, গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক ভাঙারির ব্যবসায়ী মো. ইসমাইল ভূইয়ার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত মো. কামাল শেখ, বাচ্চু শেখ ও সুমন শেখ এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি দেন তাঁরা। এ সময় ভাঙারি ব্যবসায়ী ইসমাইল ভূইয়ার কাছে থাকা ৫০ হাজার টাকা তাঁরা ছিনিয়ে নেন। পরে তাঁদের দাবি করা বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে না দিলে ভিকটিমকে হত্যা করাসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে থানার পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া গতকাল সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওসি আশরাফুল বলেন, ‘মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’
বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার এবং আরও দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃদের আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের মো. কামাল শেখ (৪৫), সোহরব শেখের ছেলে বাচ্চু শেখ (৪০) ও একই এলাকার মজিদ শেখের ছেলে সুমন শেখ (২৫)।
তিনজনকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।
ওসি আশরাফুল জানান, গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক ভাঙারির ব্যবসায়ী মো. ইসমাইল ভূইয়ার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত মো. কামাল শেখ, বাচ্চু শেখ ও সুমন শেখ এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি দেন তাঁরা। এ সময় ভাঙারি ব্যবসায়ী ইসমাইল ভূইয়ার কাছে থাকা ৫০ হাজার টাকা তাঁরা ছিনিয়ে নেন। পরে তাঁদের দাবি করা বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে না দিলে ভিকটিমকে হত্যা করাসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে থানার পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া গতকাল সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওসি আশরাফুল বলেন, ‘মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’
পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।
৪ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
২১ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
২৭ মিনিট আগে