যশোর ও মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ঢাকার এক যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ অপহরণের শিকার ওই যুবককে উদ্ধার করেছে।
আজ বুধবার দুপুরে ভুক্তভোগী ওই যুবক বাদী হয়ে মনিরামপুর উপজেলা চেয়ারম্যানের সহকারী আশিকুর রহমান আশিকসহ অজ্ঞাত ২-৩ জনের নামে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী যুবকের নাম—মোহাম্মদ সাজিদ (৪০)। তিনি ঢাকার কেরানীগঞ্জের কাজী মাহমুদুল হাসানের ছেলে।
গ্রেপ্তার আশিকের বাড়ি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে। কয়েক দিন ধরে তিনি মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের বাড়ির পাশে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
ভুক্তভোগী সাজিদের অফিসের দায়িত্বশীল কাজল বিশ্বাস নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনশক্তি সরবরাহ করা আমার কাজ। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে আমার ১১ জন লোক নিয়োগ দেওয়া আছে। সাজিদ আমার অফিসের কর্মচারী।’
তিনি আরও বলেন, ‘মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত ১১ জনের বেতন সংক্রান্ত কাজে সাজিদ সোমবার বিকেলে মনিরামপুর হাসপাতালে যান। সেখান থেকে দুজন ব্যক্তি একটি নম্বর থেকে সাজিদকে কল করে মনিরামপুর দোলখোলা মন্দিরের পাশে নিয়ে যান। এরপর তাঁরা একটি মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন এলাকায় সাজিদকে নিয়ে যায়। একপর্যায়ে সাজিদের নম্বরে আমার সঙ্গে কথা বলে আশিক। তখন সে নিজেকে জুবায়ের পরিচয় দিয়ে আমার কাছে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে রাতে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের বাড়ির পাশে সাজিদকে একটি ঘরে আটকে রাখে আশিকসহ আরেকজন।’
কাজল বিশ্বাস বলেন, ‘পরে রাত ৩টার দিকে সাজিদকে উদ্ধারে ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চাইলে মনিরামপুর থানা-পুলিশ নাজমা খানমের বাড়ির পাশ থেকে সাজিদকে উদ্ধার করে। এ সময় আশিককে আটক করে পুলিশ। পরে নাজমা খানম এসে আশিককে হেফাজতে নেন। আজ দুপুরে মামলা হওয়ার পর পুলিশ আশিককে গ্রেপ্তার করেছে।’
এ দিকে গ্রেপ্তার আশিকুর রহমান আশিক অভিযোগ করে বলেন, ‘সাজিদ যাদের নিয়ন্ত্রণে কাজ করে এদের মাধ্যমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার একজনের কাজ হয়েছে। পরে আমার আরেক লোককে চাকরি দেওয়ার কথা ছিল। নিয়োগ সংক্রান্ত টাকা পয়সার লেনদেন নিয়ে আমি সাজিদকে ধরেছি।’
এ অভিযোগের বিষয়ে কাজল বিশ্বাস বলেন, ‘আশিককে আমি চিনি না। লোক নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে তাঁর সঙ্গে আমার কখনো কথা হয়নি।’
এ বিষয়ে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আশিককে আমি সহযোগী হিসেবে বেতন দিয়ে রেখেছি। কয়েক দিন ধরে সে আমার বাড়ির পাশে ঘর ভাড়া করে থাকে। মঙ্গলবার রাতে পুলিশ ওদের দুজনকে ধরে আমার কাছে নিয়ে আসে। আমি সবকিছু শুনে তখন আশিককে হেফাজতে রেখে দিই। পরে পুলিশ আশিককে গ্রেপ্তার করেছে।’
নাজমা খানম আরও বলেন, ‘কাউকে আটকে রেখে মুক্তিপণ দাবির বিষয়ে আমি কিছু জানি না।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা যুবককে উদ্ধার করেছি। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আশিককে গ্রেপ্তার করা হয়েছে।’
যশোরের মনিরামপুরে ঢাকার এক যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ অপহরণের শিকার ওই যুবককে উদ্ধার করেছে।
আজ বুধবার দুপুরে ভুক্তভোগী ওই যুবক বাদী হয়ে মনিরামপুর উপজেলা চেয়ারম্যানের সহকারী আশিকুর রহমান আশিকসহ অজ্ঞাত ২-৩ জনের নামে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী যুবকের নাম—মোহাম্মদ সাজিদ (৪০)। তিনি ঢাকার কেরানীগঞ্জের কাজী মাহমুদুল হাসানের ছেলে।
গ্রেপ্তার আশিকের বাড়ি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে। কয়েক দিন ধরে তিনি মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের বাড়ির পাশে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
ভুক্তভোগী সাজিদের অফিসের দায়িত্বশীল কাজল বিশ্বাস নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনশক্তি সরবরাহ করা আমার কাজ। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে আমার ১১ জন লোক নিয়োগ দেওয়া আছে। সাজিদ আমার অফিসের কর্মচারী।’
তিনি আরও বলেন, ‘মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত ১১ জনের বেতন সংক্রান্ত কাজে সাজিদ সোমবার বিকেলে মনিরামপুর হাসপাতালে যান। সেখান থেকে দুজন ব্যক্তি একটি নম্বর থেকে সাজিদকে কল করে মনিরামপুর দোলখোলা মন্দিরের পাশে নিয়ে যান। এরপর তাঁরা একটি মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন এলাকায় সাজিদকে নিয়ে যায়। একপর্যায়ে সাজিদের নম্বরে আমার সঙ্গে কথা বলে আশিক। তখন সে নিজেকে জুবায়ের পরিচয় দিয়ে আমার কাছে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে রাতে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের বাড়ির পাশে সাজিদকে একটি ঘরে আটকে রাখে আশিকসহ আরেকজন।’
কাজল বিশ্বাস বলেন, ‘পরে রাত ৩টার দিকে সাজিদকে উদ্ধারে ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চাইলে মনিরামপুর থানা-পুলিশ নাজমা খানমের বাড়ির পাশ থেকে সাজিদকে উদ্ধার করে। এ সময় আশিককে আটক করে পুলিশ। পরে নাজমা খানম এসে আশিককে হেফাজতে নেন। আজ দুপুরে মামলা হওয়ার পর পুলিশ আশিককে গ্রেপ্তার করেছে।’
এ দিকে গ্রেপ্তার আশিকুর রহমান আশিক অভিযোগ করে বলেন, ‘সাজিদ যাদের নিয়ন্ত্রণে কাজ করে এদের মাধ্যমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার একজনের কাজ হয়েছে। পরে আমার আরেক লোককে চাকরি দেওয়ার কথা ছিল। নিয়োগ সংক্রান্ত টাকা পয়সার লেনদেন নিয়ে আমি সাজিদকে ধরেছি।’
এ অভিযোগের বিষয়ে কাজল বিশ্বাস বলেন, ‘আশিককে আমি চিনি না। লোক নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে তাঁর সঙ্গে আমার কখনো কথা হয়নি।’
এ বিষয়ে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আশিককে আমি সহযোগী হিসেবে বেতন দিয়ে রেখেছি। কয়েক দিন ধরে সে আমার বাড়ির পাশে ঘর ভাড়া করে থাকে। মঙ্গলবার রাতে পুলিশ ওদের দুজনকে ধরে আমার কাছে নিয়ে আসে। আমি সবকিছু শুনে তখন আশিককে হেফাজতে রেখে দিই। পরে পুলিশ আশিককে গ্রেপ্তার করেছে।’
নাজমা খানম আরও বলেন, ‘কাউকে আটকে রেখে মুক্তিপণ দাবির বিষয়ে আমি কিছু জানি না।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা যুবককে উদ্ধার করেছি। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আশিককে গ্রেপ্তার করা হয়েছে।’
শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
২ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
৬ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপ্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ফয়জুল করীম বলেন, ‘যাদেরকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করে না। তারা ভিনদেশিদের চিন্তা লালন করে। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। তবে আমরা এটা করতে চাই না।’
১৩ মিনিট আগে