ইবি প্রতিনিধি
আবিদ বিন আজাদ (২১) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মেসে নিজের ঘরে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পার্শ্ববর্তী ‘ব্রাদার্স হাউজ’ নামের একটি মেসে নিজ রুমে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আবিদ বিন আজাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।
রুমমেট জানান, আজ বিকেলে ক্লাস থেকে ফিরে অনেক ডাকাডাকি করেন। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি মই দিয়ে উঠে জানালা দিয়ে আবিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় ওই রুমমেট। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে পুলিশ প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আবিদের পরিবার ও মেসের রুমমেট জানান, আবিদের কোনো সমস্যা তারা দেখতে পাননি। সবকিছু ঠিকঠাক ছিল। তারপরও কীভাবে এমন ঘটনা ঘটল এ বিষয়ে তারা হতবাক!
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ রকম ঘটনা দুঃখজনক। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তে জানা যাবে আত্মহত্যা নাকি হত্যা।’
আবিদ বিন আজাদ (২১) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মেসে নিজের ঘরে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পার্শ্ববর্তী ‘ব্রাদার্স হাউজ’ নামের একটি মেসে নিজ রুমে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আবিদ বিন আজাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।
রুমমেট জানান, আজ বিকেলে ক্লাস থেকে ফিরে অনেক ডাকাডাকি করেন। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি মই দিয়ে উঠে জানালা দিয়ে আবিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় ওই রুমমেট। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে পুলিশ প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আবিদের পরিবার ও মেসের রুমমেট জানান, আবিদের কোনো সমস্যা তারা দেখতে পাননি। সবকিছু ঠিকঠাক ছিল। তারপরও কীভাবে এমন ঘটনা ঘটল এ বিষয়ে তারা হতবাক!
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ রকম ঘটনা দুঃখজনক। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তে জানা যাবে আত্মহত্যা নাকি হত্যা।’
টাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া এই নেতার নাম সাইমন রেজা। তিনি নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য ছিলেন।
৫ মিনিট আগেদুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন।
১৫ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল।
২২ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে