মেহেরপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনার আহসান হাবীব খাঁন বলেছেন, ‘শুধু হাতে-পায়ে ধরতে বাকি ছিল, তাপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না।’
আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আহসান হাবীব খাঁন বলেন, ‘আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দাওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে আমাদের কী করার আছে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোন বৈদেশিক চাপে আছি কি না আমরা জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নই। তবে, নির্বাচনে কোনো চাপ নেই। এ কথা বলতে পারি, স্মরণকালের সেরা নির্বাচন করব। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে যে প্রার্থীই হোক, আচরণবিধি লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবীব খাঁন বলেন, ‘আপনারা সাদাকে সাদা, আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সরকারও তা চায়। এ জন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।’
বিদেশি পর্যবেক্ষক নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কারা আবেদন করেছেন, তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।’
এর আগে তিনি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার আহসান হাবীব খাঁন বলেছেন, ‘শুধু হাতে-পায়ে ধরতে বাকি ছিল, তাপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না।’
আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আহসান হাবীব খাঁন বলেন, ‘আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দাওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে আমাদের কী করার আছে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোন বৈদেশিক চাপে আছি কি না আমরা জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নই। তবে, নির্বাচনে কোনো চাপ নেই। এ কথা বলতে পারি, স্মরণকালের সেরা নির্বাচন করব। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে যে প্রার্থীই হোক, আচরণবিধি লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবীব খাঁন বলেন, ‘আপনারা সাদাকে সাদা, আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সরকারও তা চায়। এ জন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।’
বিদেশি পর্যবেক্ষক নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কারা আবেদন করেছেন, তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।’
এর আগে তিনি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৫ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৫ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৬ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৬ ঘণ্টা আগে