বেনাপোল প্রতিনিধি
দুর্গাপূজা উপভোগ এবং স্বজনদের সঙ্গে দেখা করতে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাতায়াতে বেড়েছে যাত্রীর চাপ। এতে দুই পাড়ের নানা অব্যবস্থাপনায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আনন্দযাত্রায় বেড়েছে ভোগান্তি। ভারতীয় ইমিগ্রেশনে জনবলের সংকট, বেনাপোল বন্দরে যাত্রীছাউনি না থাকায় যাত্রীর চাপে দুর্ভোগ বাড়লেও সেদিকে কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজায় দৃষ্টিনন্দন নানা আয়োজনের মধ্য দিয়ে ভারতে পূজা অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ বিভক্ত হলেও ওপারের সঙ্গে এ দেশের মানুষের আত্মীয় ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ফলে প্রতিবছর প্রচুর মানুষ স্বজনদের সঙ্গে দেখা করতে ও পূজা দেখতে ভারতে যায়। করোনাভাইরাসের কারণে গত দুই বছর ভিসা জটিলতায় মানুষ ভারতে যেতে পারেনি। বর্তমানে করোনার সংক্রমণ কমে আসায় ভিসা সহজীকরণে যাতায়াত বেড়েছে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার যাত্রী যাতায়াত করলেও এখন তা দ্বিগুণ। তবে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কমেনি। প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে ভারতে ১৬ থেকে ১৭ লাখ পাসপোর্টধারী যাত্রী যায়, যা থেকে সরকারের ভ্রমণ খাতে রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা। একই সঙ্গে ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয় প্রায় ১৫০ কোটি টাকা।
এ বিষয়ে যাত্রী বলবীর বলেন, ‘বন্দরে ট্যাক্স দিতে চার ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। এটি অনলাইনে পরিশোধ করার ব্যবস্থা করলে এত ভোগান্তি হতো না।’
যাত্রী দীপ বিশ্বাস জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীদের কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টিতে ভিজতে হয়। তাই বন্দরে যাত্রীসেবা বাড়ানোর দাবি জানান তিনি।
পাসপোর্টধারী যাত্রী রাকেশ বলেন, ‘গত দুই বছর করোনাভাইরাসের কারণে ভারতে যেতে পারিনি। এবার ভিসা সহজ হওয়ায় পূজা উপভোগ ও স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তবে বন্দরে নানা অব্যবস্থাপনায় দুর্ভোগ বেড়েছে।’
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হোসেন জানান, কেবল করোনা টিকার দুই ডোজ গ্রহণের সনদ থাকলে পাসপোর্টধারীদের ভারত ভ্রমণ করতে দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘দুর্গাপূজার কারণে বন্দরে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের তদারকিতে কাজ করছে কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন পুলিশ। যাত্রীসেবা বাড়াতে বন্দরে ছাত্রীছাউনিসহ নানা অবকাঠামো উন্নয়নকাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে।’
দুর্গাপূজা উপভোগ এবং স্বজনদের সঙ্গে দেখা করতে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাতায়াতে বেড়েছে যাত্রীর চাপ। এতে দুই পাড়ের নানা অব্যবস্থাপনায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আনন্দযাত্রায় বেড়েছে ভোগান্তি। ভারতীয় ইমিগ্রেশনে জনবলের সংকট, বেনাপোল বন্দরে যাত্রীছাউনি না থাকায় যাত্রীর চাপে দুর্ভোগ বাড়লেও সেদিকে কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজায় দৃষ্টিনন্দন নানা আয়োজনের মধ্য দিয়ে ভারতে পূজা অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ বিভক্ত হলেও ওপারের সঙ্গে এ দেশের মানুষের আত্মীয় ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ফলে প্রতিবছর প্রচুর মানুষ স্বজনদের সঙ্গে দেখা করতে ও পূজা দেখতে ভারতে যায়। করোনাভাইরাসের কারণে গত দুই বছর ভিসা জটিলতায় মানুষ ভারতে যেতে পারেনি। বর্তমানে করোনার সংক্রমণ কমে আসায় ভিসা সহজীকরণে যাতায়াত বেড়েছে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার যাত্রী যাতায়াত করলেও এখন তা দ্বিগুণ। তবে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কমেনি। প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে ভারতে ১৬ থেকে ১৭ লাখ পাসপোর্টধারী যাত্রী যায়, যা থেকে সরকারের ভ্রমণ খাতে রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা। একই সঙ্গে ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয় প্রায় ১৫০ কোটি টাকা।
এ বিষয়ে যাত্রী বলবীর বলেন, ‘বন্দরে ট্যাক্স দিতে চার ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। এটি অনলাইনে পরিশোধ করার ব্যবস্থা করলে এত ভোগান্তি হতো না।’
যাত্রী দীপ বিশ্বাস জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীদের কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টিতে ভিজতে হয়। তাই বন্দরে যাত্রীসেবা বাড়ানোর দাবি জানান তিনি।
পাসপোর্টধারী যাত্রী রাকেশ বলেন, ‘গত দুই বছর করোনাভাইরাসের কারণে ভারতে যেতে পারিনি। এবার ভিসা সহজ হওয়ায় পূজা উপভোগ ও স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তবে বন্দরে নানা অব্যবস্থাপনায় দুর্ভোগ বেড়েছে।’
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হোসেন জানান, কেবল করোনা টিকার দুই ডোজ গ্রহণের সনদ থাকলে পাসপোর্টধারীদের ভারত ভ্রমণ করতে দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘দুর্গাপূজার কারণে বন্দরে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের তদারকিতে কাজ করছে কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন পুলিশ। যাত্রীসেবা বাড়াতে বন্দরে ছাত্রীছাউনিসহ নানা অবকাঠামো উন্নয়নকাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে।’
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
৫ মিনিট আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
১০ মিনিট আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২৩ মিনিট আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
২৯ মিনিট আগে