মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে খোলা মাঠে কারখানা স্থাপন করে টায়ার পুড়িয়ে তেল (একধরনের জ্বালানি তেল) তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ও বৈদ্যনাথ কুমার। তাঁরা বরিশাল ও রংপুর অঞ্চল থেকে এসে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুরে কাটাখাল এলাকায় এই কারখানা স্থাপন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,তিন-চার বছর ধরে ফসলি জমি দখলে নিয়ে টেকওয়েস্ট ও আকন্দ ট্রেডার্স নামে পাশাপাশি দুটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল মাঠের ফসল। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, কারখানা দুটির অবস্থান পাশাপাশি। এদের মধ্যে একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। খোলা পরিবেশে অত্যন্ত অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠান দুটি টায়ার পুরিয়ে একধরনের তেল তৈরি করে। টায়ার পোড়ানোর ফলে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া টায়ারের ছাই আশপাশের গাছ ও ফসলের ক্ষতি করছে।
এসিল্যান্ড আলী হাসান আরও বলেন, প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্র না থাকায় আকন্দ ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
যশোরের মনিরামপুরে খোলা মাঠে কারখানা স্থাপন করে টায়ার পুড়িয়ে তেল (একধরনের জ্বালানি তেল) তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ও বৈদ্যনাথ কুমার। তাঁরা বরিশাল ও রংপুর অঞ্চল থেকে এসে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুরে কাটাখাল এলাকায় এই কারখানা স্থাপন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,তিন-চার বছর ধরে ফসলি জমি দখলে নিয়ে টেকওয়েস্ট ও আকন্দ ট্রেডার্স নামে পাশাপাশি দুটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল মাঠের ফসল। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, কারখানা দুটির অবস্থান পাশাপাশি। এদের মধ্যে একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। খোলা পরিবেশে অত্যন্ত অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠান দুটি টায়ার পুরিয়ে একধরনের তেল তৈরি করে। টায়ার পোড়ানোর ফলে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া টায়ারের ছাই আশপাশের গাছ ও ফসলের ক্ষতি করছে।
এসিল্যান্ড আলী হাসান আরও বলেন, প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্র না থাকায় আকন্দ ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
লক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৩ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৩৬ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগে