ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
কেটে ফেলা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাক্ষী প্রধান ফটকের সামনের প্রাচীন কৃষ্ণচূড়াগাছটি। আজ রোববার গাছটি কেটে সমূলে তুলে নেওয়া হয়। গাছটি মরে শুকিয়ে যাওয়ায় কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন আরেকটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রকৃতির পালাবদলে প্রতিবছর লাল কৃষ্ণচূড়ায় ভিন্নরূপে হাজির হতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ক্যালেন্ডার কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমে কৃষ্ণচূড়াগাছের ছবিটি প্রায়ই ব্যবহৃত হয়েছে। তবে অযত্ন-অবহেলা, ডাল কাটা, বিভিন্ন পোস্টার আর বিলবোর্ডের পেরেকের ভারে গাছটির অবস্থা এমন হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
গাছটি কেটে ফেলায় স্মৃতিচারণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা মন্তব্য করেছেন। গাছটির ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়া তোমার সামনে দাঁড়িয়ে ছবি তোলা হবে না। তোমার রূপে আর মুগ্ধ হব না।’
বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু বলেন, ‘গাছটির সঙ্গে কেটে ফেলা হলো হাজারো ইবিয়ানের আবেগ। করাত-কুঠারের আঘাতের শব্দ যেন বুকে এসে লাগছে। এখন ক্যাম্পাস গেটে নামলেই মনের মধ্যে হাহাকার করে উঠবে।’
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ভারপ্রাপ্ত পরিচালক টিপু সুলতান বলেন, ‘গাছটি মরে শুকিয়ে যাওয়ায় ডালপালা ভেঙে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।’ সেখানে নতুন আরেকটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হবে বলেও জানান তিনি।
কেটে ফেলা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাক্ষী প্রধান ফটকের সামনের প্রাচীন কৃষ্ণচূড়াগাছটি। আজ রোববার গাছটি কেটে সমূলে তুলে নেওয়া হয়। গাছটি মরে শুকিয়ে যাওয়ায় কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন আরেকটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রকৃতির পালাবদলে প্রতিবছর লাল কৃষ্ণচূড়ায় ভিন্নরূপে হাজির হতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ক্যালেন্ডার কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমে কৃষ্ণচূড়াগাছের ছবিটি প্রায়ই ব্যবহৃত হয়েছে। তবে অযত্ন-অবহেলা, ডাল কাটা, বিভিন্ন পোস্টার আর বিলবোর্ডের পেরেকের ভারে গাছটির অবস্থা এমন হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
গাছটি কেটে ফেলায় স্মৃতিচারণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা মন্তব্য করেছেন। গাছটির ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়া তোমার সামনে দাঁড়িয়ে ছবি তোলা হবে না। তোমার রূপে আর মুগ্ধ হব না।’
বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু বলেন, ‘গাছটির সঙ্গে কেটে ফেলা হলো হাজারো ইবিয়ানের আবেগ। করাত-কুঠারের আঘাতের শব্দ যেন বুকে এসে লাগছে। এখন ক্যাম্পাস গেটে নামলেই মনের মধ্যে হাহাকার করে উঠবে।’
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ভারপ্রাপ্ত পরিচালক টিপু সুলতান বলেন, ‘গাছটি মরে শুকিয়ে যাওয়ায় ডালপালা ভেঙে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।’ সেখানে নতুন আরেকটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হবে বলেও জানান তিনি।
ময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
১৭ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
২৩ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যানচলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামত কাজ শেষ হলে যান চলাচল শুরু হয়।
২৫ মিনিট আগে