পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চিংড়িঘেরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় আরেক যুবক ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক মাছ চুরি করতে গিয়ে মারধরে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের নাম বিশ্বজিৎ সানা (৩০)। তিনি উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আনজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বজিৎ সানা নামে ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত রোববার রাতে সে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের লোকজন আর তাঁকে বাড়িতে পায়নি। সেদিন থেকে তাঁকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজকে (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে সুশান্ত নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী পঙ্কজ সরদারের চিংড়িঘেরে তাঁর লাশ ভাসতে দেখে পরিবারকে জানায়। পরে পুলিশকে জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘এলাকাবাসী জানিয়েছে, বিশ্বজিৎ বিভিন্ন চিংড়িঘের থেকে রাতে চুরি করে মাছ ধরত। কোনো ঘেরে মাছ ধরতে গেলে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ পরকীয়া ও চুরির ঘটনা মাথায় নিয়ে তদন্ত করছে।’
খুলনার পাইকগাছায় চিংড়িঘেরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় আরেক যুবক ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক মাছ চুরি করতে গিয়ে মারধরে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের নাম বিশ্বজিৎ সানা (৩০)। তিনি উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আনজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বজিৎ সানা নামে ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত রোববার রাতে সে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের লোকজন আর তাঁকে বাড়িতে পায়নি। সেদিন থেকে তাঁকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজকে (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে সুশান্ত নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী পঙ্কজ সরদারের চিংড়িঘেরে তাঁর লাশ ভাসতে দেখে পরিবারকে জানায়। পরে পুলিশকে জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘এলাকাবাসী জানিয়েছে, বিশ্বজিৎ বিভিন্ন চিংড়িঘের থেকে রাতে চুরি করে মাছ ধরত। কোনো ঘেরে মাছ ধরতে গেলে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ পরকীয়া ও চুরির ঘটনা মাথায় নিয়ে তদন্ত করছে।’
টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার দায়ে এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা বেগম এ রায় দেন।
২১ মিনিট আগেঅভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির একটি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. মনজুরুল হোসেন সাবেক এই মন্ত্রীকে খালাস দেন।
২৯ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন যুবলীগ নেতার একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশ।
৩২ মিনিট আগেসেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে সেখানকার বাসিন্দারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন। সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নিয়েছেন।
১ ঘণ্টা আগে