গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে খেলার মাঠেই দম বন্ধ হয়ে আবু সাঈদ (১৬) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আবু সাঈদ উপজেলার তেঁতুলবেড়িয়া গ্রামের জোবেদ আলীর ছেলে।
সে করমদী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং সাহেবনগর জামে মসজিদে ইমামতি করত।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবু সাঈদ বন্ধুদের সঙ্গে গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল। খেলা শুরুর কিছুক্ষণের সে দম বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার বলেন, `আবু সাঈদ খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আবু সাঈদ দশম শ্রেণির ছাত্র ছিল। আজ বুধবার তার কোরআন পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা দেওয়া আর হলো না। আমরা এক মেধাবী ছাত্র হারালাম।'
করমদী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মো. আবু জাফর বলেন, `আবু সাঈদের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সে আমাদের মাদ্রাসার একজন মেধাবী ছাত্র ছিল। মেধাবী হওয়ার কারণে সে এই বয়সে ইমামতির ও দায়িত্ব পেয়েছিল। তার এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।'
মেহেরপুরের গাংনীতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে খেলার মাঠেই দম বন্ধ হয়ে আবু সাঈদ (১৬) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আবু সাঈদ উপজেলার তেঁতুলবেড়িয়া গ্রামের জোবেদ আলীর ছেলে।
সে করমদী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং সাহেবনগর জামে মসজিদে ইমামতি করত।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবু সাঈদ বন্ধুদের সঙ্গে গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল। খেলা শুরুর কিছুক্ষণের সে দম বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার বলেন, `আবু সাঈদ খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আবু সাঈদ দশম শ্রেণির ছাত্র ছিল। আজ বুধবার তার কোরআন পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা দেওয়া আর হলো না। আমরা এক মেধাবী ছাত্র হারালাম।'
করমদী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মো. আবু জাফর বলেন, `আবু সাঈদের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সে আমাদের মাদ্রাসার একজন মেধাবী ছাত্র ছিল। মেধাবী হওয়ার কারণে সে এই বয়সে ইমামতির ও দায়িত্ব পেয়েছিল। তার এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।'
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচনব্যবস্থা প্রায় ধ্বংসের মুখোমুখি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে এই ব্যবস্থাকে পরিশুদ্ধকরণের কোনো বিকল্প নেই। আর এর অগ্রাধিকারগুলো হতে পারে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন, নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিতে সরকারি ও...
৪ মিনিট আগেলক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৭ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৪০ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগে