চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে চলন্ত বাসে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক মারা গেছেন। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক উজ্জ্বল হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে যশোরের কোতোয়ালি থানার অদূরে বস্তাপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখার সময় শনিবার সকাল সাড়ে ১০টায় নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ছিল। আহত উজ্জ্বল হোসেন একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বেপরোয়াভাবে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তাপট্টিতে আসেন। এ সময় থানার সামনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস আসছিল। মোটরসাইকেলযোগে আসা ওই দুই যুবক অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে গিয়ে সোহাগ পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই দুই যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জ্বল হোসেন নামে অপর যুবক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক। দুজনেরই মাথায় আঘাত। তিনি বলেন, উজ্জ্বলের মুখে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মদ পান করে তাঁরা মোটরসাইকেল চালাচ্ছিলেন।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
যশোরে চলন্ত বাসে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক মারা গেছেন। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক উজ্জ্বল হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে যশোরের কোতোয়ালি থানার অদূরে বস্তাপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখার সময় শনিবার সকাল সাড়ে ১০টায় নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ছিল। আহত উজ্জ্বল হোসেন একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বেপরোয়াভাবে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তাপট্টিতে আসেন। এ সময় থানার সামনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস আসছিল। মোটরসাইকেলযোগে আসা ওই দুই যুবক অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে গিয়ে সোহাগ পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই দুই যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জ্বল হোসেন নামে অপর যুবক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক। দুজনেরই মাথায় আঘাত। তিনি বলেন, উজ্জ্বলের মুখে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মদ পান করে তাঁরা মোটরসাইকেল চালাচ্ছিলেন।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সরেজমিন বাগান ঘুরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে ছয় বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেছেন চার বন্ধু মো. অলিউল্লাহ বায়েজিদ, ফারুক আহমেদ, আব্দুল মতিন ও আইনুল হক। ফলের বাগানে রয়েছে অন্তত ১০ জাতের আম, ড্রাগনসহ নানা ধরনের দেশি-বিদেশি ফল। সঙ্গে রয়েছে দার্জিলিং ও
৫ মিনিট আগেগত ৫ আগস্ট সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার উপজেলার চন্ডিপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেগুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানেরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এই দাবি জানান তারা।
২০ মিনিট আগেকুড়িগ্রামের চিলমারী-রৌমারী রুটে আগামীকাল বুধবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
২৩ মিনিট আগে