চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর শহরের ‘যশোর আবাসিক হোটেল’-এ পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় এএসপি বেলাল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে সনু নামের এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়। সনু শহরের ডোমপট্টির বিনোদের ছেলে। তিনি জেস টাওয়ারের একটি দোকানের কর্মচারী। এ সময় হোটেল ম্যানেজার মজনুকে আটক করে পুলিশ।
সনুর মা ও মামা জানান, সনু মঙ্গলবার সকাল ১০টায় বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন তাঁরা। এর মধ্যে মোবাইল ফোনে তাঁদের কাছে কল করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাঁরা দাবি করেন, সুমন নামের এক যুবকের নেতৃত্বে সনুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানান তাঁরা।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে ভুক্তভোগী সনু শহরের দড়াটানার যশোর আবাসিক হোটেলে অবস্থান করছেন। তাৎক্ষণিক কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। হোটেলের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় সনুকে দেখতে পান তাঁরা। পরে তালা খুলে তাঁকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে হোটেল ম্যানেজার মজনুকে আটক করা হয়।
সনু পুলিশকে জানান, তাঁকে সুমনসহ কয়েকজন হোটেলে এনে ব্যাপক মারধর করে টাকা দাবি করেন।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের খবর শুনেই পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। সর্বশেষ জানা যায়, যশোর হোটেলে সনুকে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।’
যশোর শহরের ‘যশোর আবাসিক হোটেল’-এ পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় এএসপি বেলাল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে সনু নামের এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়। সনু শহরের ডোমপট্টির বিনোদের ছেলে। তিনি জেস টাওয়ারের একটি দোকানের কর্মচারী। এ সময় হোটেল ম্যানেজার মজনুকে আটক করে পুলিশ।
সনুর মা ও মামা জানান, সনু মঙ্গলবার সকাল ১০টায় বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন তাঁরা। এর মধ্যে মোবাইল ফোনে তাঁদের কাছে কল করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাঁরা দাবি করেন, সুমন নামের এক যুবকের নেতৃত্বে সনুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানান তাঁরা।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে ভুক্তভোগী সনু শহরের দড়াটানার যশোর আবাসিক হোটেলে অবস্থান করছেন। তাৎক্ষণিক কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। হোটেলের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় সনুকে দেখতে পান তাঁরা। পরে তালা খুলে তাঁকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে হোটেল ম্যানেজার মজনুকে আটক করা হয়।
সনু পুলিশকে জানান, তাঁকে সুমনসহ কয়েকজন হোটেলে এনে ব্যাপক মারধর করে টাকা দাবি করেন।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের খবর শুনেই পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। সর্বশেষ জানা যায়, যশোর হোটেলে সনুকে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।’
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১৬ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১৮ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
২২ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে