মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণয় বিশ্বাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের কারণ অকারণে মারধর ও গালমন্দ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শাসন করার সময় পা ব্যবহার করেন।
একই অভিযোগ ওই বিদ্যালয়ের শিক্ষক পরিমল বিশ্বাসের বিরুদ্ধে। তিনি হাঁটু ও কনুই দিয়ে ছাত্রদের শিরদাঁড়ায় আঘাত করার পাশাপাশি গালমন্দ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার বিচার চেয়ে একাধিক অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে প্রধান শিক্ষক সত্যতাও পেয়েছেন। যদিও অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ষষ্ঠ শ্রেণির ছাত্র তাহসিন মাহাদীর মা মনোয়ারা খাতুন বলেন, ‘গত শনিবার শ্রেণিকক্ষে শিক্ষক না থাকায় আমার ছেলে বাইরে পানি পান করতে যায়। সে ফিরে এসে দেখে শ্রেণিকক্ষে তথ্য ও প্রযুক্তির শিক্ষক প্রণয় বিশ্বাস। আমার ছেলে শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি চাইলে শিক্ষক কোনো জবাব দেননি। একপর্যায়ে মাহাদী ভেতরে ঢুকলে শিক্ষক তার উরুতে লাথি মারেন।’
মনোয়ারা খাতুন বলেন, ‘ভালো প্রতিষ্ঠান ভেবে ৮-১০ কিলোমিটার দূরে থেকেও ছেলেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। রোববার সকালে ছেলের মুখে এসব শুনে তাকে নিয়ে বিদ্যালয়ে আসি। এরপর ষষ্ঠ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের কাছে ঘটনা জানতে চাইলে এক-তৃতীয়াংশ শিক্ষার্থী মুখ খোলে।’
মনোয়ারা আরও বলেন, ‘কিছু থেকে কিছু হলে এই শিক্ষক বাচ্চাদের লাথি মারেন। কদিন আগে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে লাথি মারতে মারতে তিনি দরজা থেকে বেঞ্চ পর্যন্ত নিয়ে যান। সপ্তম শ্রেণির ছাত্রদের কয়েকজনের অভিযোগ একই।’
প্রধান শিক্ষক তপন বিশ্বাসকে ঘটনা জানিয়েছেন উল্লেখ করে মনোয়ারা বেগম বলেন, ‘প্রধান শিক্ষকের অনুরোধে বিষয়টি গোপন রেখেছিলাম। কিন্তু তিনি কোনো বিচার করেননি। তিন দিন ধরে আমি ছেলেকে ওই বিদ্যালয়ে পাঠাচ্ছি না। তাকে চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করাচ্ছি। এ বিষয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি আমরা।’
এদিকে ষষ্ঠ শ্রেণির শাহরিয়ার কবিরের বাবা হুমায়ুন কবির অভিযোগ করেন, ‘প্রণয় বিশ্বাস বাচ্চাদের জুতা পায়ে লাথি মারেন। আর বিদ্যালয়ের অপর শিক্ষক পরিমল বিশ্বাস ছেলেদের হাঁটু ও কনুই দিয়ে কোমরের ওপর শিরদাঁড়ায় আঘাত করেন। তিনি (পরিমল) বাচ্চাদের গালমন্দও করেন। এ জন্য কদিন আমার ছেলে বিদ্যালয়ে যায়নি। আমি ঘটনা প্রধান শিক্ষককে বলেছি। কোনো বিচার পাইনি। উল্টো শুনছি এ ঘটনা বাড়িতে জানালে বাচ্চাদের ছাড়পত্র দেওয়ার হুমকি দিচ্ছেন শিক্ষকেরা।’
খোঁজ নিয়ে জানা গেছে, বহুদিন ধরে শিক্ষক প্রণয় বিশ্বাস ও পরিমল বিশ্বাস শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ করে এলেও বিদ্যালয় থেকে বের করে দেওয়ার ভয়ে শিশুরা অভিভাবকদের কিছু জানায় না।
অভিযোগের বিষয়ে জানতে মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে শিক্ষক প্রণয় বিশ্বাস এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। আর পরিমল বিশ্বাস কল রিসিভ করেননি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করছেন।
প্রধান শিক্ষক আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি পৃথকভাবে শ্রেণির অন্য বাচ্চাদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাইছি। অভিযুক্ত দুই শিক্ষকও ঘটনা স্বীকার করেছেন। তাঁরা এমন আচরণ করবেন না বলে অঙ্গীকার করেছেন।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘আমি বিষয়টি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করব। তবে প্রতিকার পেতে গেলে অভিভাবকদের বিভাগীয় উপপরিচালকের (শিক্ষা) সঙ্গে কথা বলতে হবে।’
যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণয় বিশ্বাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের কারণ অকারণে মারধর ও গালমন্দ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শাসন করার সময় পা ব্যবহার করেন।
একই অভিযোগ ওই বিদ্যালয়ের শিক্ষক পরিমল বিশ্বাসের বিরুদ্ধে। তিনি হাঁটু ও কনুই দিয়ে ছাত্রদের শিরদাঁড়ায় আঘাত করার পাশাপাশি গালমন্দ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার বিচার চেয়ে একাধিক অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে প্রধান শিক্ষক সত্যতাও পেয়েছেন। যদিও অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ষষ্ঠ শ্রেণির ছাত্র তাহসিন মাহাদীর মা মনোয়ারা খাতুন বলেন, ‘গত শনিবার শ্রেণিকক্ষে শিক্ষক না থাকায় আমার ছেলে বাইরে পানি পান করতে যায়। সে ফিরে এসে দেখে শ্রেণিকক্ষে তথ্য ও প্রযুক্তির শিক্ষক প্রণয় বিশ্বাস। আমার ছেলে শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি চাইলে শিক্ষক কোনো জবাব দেননি। একপর্যায়ে মাহাদী ভেতরে ঢুকলে শিক্ষক তার উরুতে লাথি মারেন।’
মনোয়ারা খাতুন বলেন, ‘ভালো প্রতিষ্ঠান ভেবে ৮-১০ কিলোমিটার দূরে থেকেও ছেলেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। রোববার সকালে ছেলের মুখে এসব শুনে তাকে নিয়ে বিদ্যালয়ে আসি। এরপর ষষ্ঠ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের কাছে ঘটনা জানতে চাইলে এক-তৃতীয়াংশ শিক্ষার্থী মুখ খোলে।’
মনোয়ারা আরও বলেন, ‘কিছু থেকে কিছু হলে এই শিক্ষক বাচ্চাদের লাথি মারেন। কদিন আগে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে লাথি মারতে মারতে তিনি দরজা থেকে বেঞ্চ পর্যন্ত নিয়ে যান। সপ্তম শ্রেণির ছাত্রদের কয়েকজনের অভিযোগ একই।’
প্রধান শিক্ষক তপন বিশ্বাসকে ঘটনা জানিয়েছেন উল্লেখ করে মনোয়ারা বেগম বলেন, ‘প্রধান শিক্ষকের অনুরোধে বিষয়টি গোপন রেখেছিলাম। কিন্তু তিনি কোনো বিচার করেননি। তিন দিন ধরে আমি ছেলেকে ওই বিদ্যালয়ে পাঠাচ্ছি না। তাকে চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করাচ্ছি। এ বিষয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি আমরা।’
এদিকে ষষ্ঠ শ্রেণির শাহরিয়ার কবিরের বাবা হুমায়ুন কবির অভিযোগ করেন, ‘প্রণয় বিশ্বাস বাচ্চাদের জুতা পায়ে লাথি মারেন। আর বিদ্যালয়ের অপর শিক্ষক পরিমল বিশ্বাস ছেলেদের হাঁটু ও কনুই দিয়ে কোমরের ওপর শিরদাঁড়ায় আঘাত করেন। তিনি (পরিমল) বাচ্চাদের গালমন্দও করেন। এ জন্য কদিন আমার ছেলে বিদ্যালয়ে যায়নি। আমি ঘটনা প্রধান শিক্ষককে বলেছি। কোনো বিচার পাইনি। উল্টো শুনছি এ ঘটনা বাড়িতে জানালে বাচ্চাদের ছাড়পত্র দেওয়ার হুমকি দিচ্ছেন শিক্ষকেরা।’
খোঁজ নিয়ে জানা গেছে, বহুদিন ধরে শিক্ষক প্রণয় বিশ্বাস ও পরিমল বিশ্বাস শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ করে এলেও বিদ্যালয় থেকে বের করে দেওয়ার ভয়ে শিশুরা অভিভাবকদের কিছু জানায় না।
অভিযোগের বিষয়ে জানতে মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে শিক্ষক প্রণয় বিশ্বাস এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। আর পরিমল বিশ্বাস কল রিসিভ করেননি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করছেন।
প্রধান শিক্ষক আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি পৃথকভাবে শ্রেণির অন্য বাচ্চাদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাইছি। অভিযুক্ত দুই শিক্ষকও ঘটনা স্বীকার করেছেন। তাঁরা এমন আচরণ করবেন না বলে অঙ্গীকার করেছেন।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘আমি বিষয়টি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করব। তবে প্রতিকার পেতে গেলে অভিভাবকদের বিভাগীয় উপপরিচালকের (শিক্ষা) সঙ্গে কথা বলতে হবে।’
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানোর আগ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধসহ ক্যাম্পাসে অবস্থান করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তবে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক
৫ মিনিট আগেভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।
৯ মিনিট আগেরাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
১ ঘণ্টা আগে