ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার তৈলটুপি শ্মশানঘাট এলাকায় কুমার নদ থেকে সাইফুল ইসলাম ওরফে ছয়ফল (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু হোসেন ও মনিরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সাইফুল ইসলাম তৈলটুপি শ্মশানঘাট এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। এদিকে আটক দুই ব্যক্তি কুষ্টিয়া সদর থানার আস্থানগর গ্রামের বাসিন্দা।
হরিনাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, গত ১৫ নভেম্বর সাইফুল ইসলাম ওরফে ছয়ফলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর ছয়ফলের সঙ্গে ঘনিষ্ঠ মনিরুল ও মজনুকে শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে সাইফুল ইসলামকে ১৫ নভেম্বর অপহরণ করে শ্বাসরোধে হত্যা করে তৈলটুপি শ্মশানঘাটের পাশে কুমার নদে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে।
ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা সরিয়ে সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরুল ও মজনুকে আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে এদের মধ্যে বিরোধের সৃষ্টি হলো আর হত্যাকাণ্ড ঘটল, তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার তৈলটুপি শ্মশানঘাট এলাকায় কুমার নদ থেকে সাইফুল ইসলাম ওরফে ছয়ফল (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু হোসেন ও মনিরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সাইফুল ইসলাম তৈলটুপি শ্মশানঘাট এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। এদিকে আটক দুই ব্যক্তি কুষ্টিয়া সদর থানার আস্থানগর গ্রামের বাসিন্দা।
হরিনাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, গত ১৫ নভেম্বর সাইফুল ইসলাম ওরফে ছয়ফলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর ছয়ফলের সঙ্গে ঘনিষ্ঠ মনিরুল ও মজনুকে শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে সাইফুল ইসলামকে ১৫ নভেম্বর অপহরণ করে শ্বাসরোধে হত্যা করে তৈলটুপি শ্মশানঘাটের পাশে কুমার নদে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে।
ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা সরিয়ে সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরুল ও মজনুকে আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে এদের মধ্যে বিরোধের সৃষ্টি হলো আর হত্যাকাণ্ড ঘটল, তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বগুড়ায় চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান এবং ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।
২ মিনিট আগেরাজশাহীতে যুবলীগ কর্মী মিম (২৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে নিহতের পরিবার। মানববন্ধন থেকে মিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
৩ মিনিট আগেনাছিমা খাতুন বলেন, ‘আমার স্বামীর একার উপার্জনেই দুই সন্তানসহ আমাদের চারজনের সংসার চলে। সহায়-সম্পত্তি না থাকায় বাধ্য হয়ে তিনি ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঢাকার সাভারে একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন একসঙ্গে থাকেন। আমার জানামতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত নন। কিন্তু ১৬ নভেম্বর.
৫ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ রোববার বিকেলে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন তিনি।
৭ মিনিট আগে