শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৮টা পর্যন্ত বংশীপুর বাসস্ট্যান্ডে থেমে থেমে ওই সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন, শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক দিপ্তেশ রায় ও সহকারি উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
আহতদের মধ্যে উভয় পক্ষের ২৫ / ৩০ নেতাকর্মীকে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
স্থানীয়দের পাশাপাশি আহতদের সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৫ জানুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নৌকার প্রার্থী শোকর আলী ও স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাদেমের কর্মীসমর্থকেরা মিছিল বের করে।
বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরস্পরকে অতিক্রমের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই একে অপরের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে দুপক্ষের শতাধিক কর্মী সমর্থক বংশীপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন অংশে অবস্থা নিয়ে পরস্পরের ওপর ইট পাথর নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে ও লাঠিচার্জ করে। আজিজুর ও সোহাগসহ উভয় পক্ষের ১০/ ১২ জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে।
আহতদের মধ্যে সোহাগ, হাবিবুর, সাদ্দাম, মিস্টার, আব্দুল কাদের, মিজানুর, ফারুকসহ অন্তত ২২ জনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আ.লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সাদিকুর রহমান সাদ্দামের ভাই আবদুল ওহাব জানান তাদের শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী শোকর আলীর লোকজন। এ সময় সাদিকুর রহমানের ২৫/৩০ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয় বলেও তিনি দাবি করেন।
জিএম শোকর আলীর কর্মী হাবিবুর রহমান জানান সাদিকুর রহমানের কর্মী-সমর্থকেরা কোন উসকানি ছাড়াই তাদের নির্বাচন অফিসে হামলা চালায়। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে প্রার্থী আব্দুল কাদের অন্তত ৩০ কর্মী-সমর্থক আহত হয়েছে বলেও তিনি দাবি করেন।
শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম জানান আহতদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, গুলিবিদ্ধ কয়েকজনকে সাতক্ষীরা হাসপাতালে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে রাবার বুলেট ছোড়ার ব্যাপারে খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে জানানোর কথা বলেন তিনি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৮টা পর্যন্ত বংশীপুর বাসস্ট্যান্ডে থেমে থেমে ওই সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন, শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক দিপ্তেশ রায় ও সহকারি উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
আহতদের মধ্যে উভয় পক্ষের ২৫ / ৩০ নেতাকর্মীকে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
স্থানীয়দের পাশাপাশি আহতদের সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৫ জানুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নৌকার প্রার্থী শোকর আলী ও স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাদেমের কর্মীসমর্থকেরা মিছিল বের করে।
বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরস্পরকে অতিক্রমের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই একে অপরের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে দুপক্ষের শতাধিক কর্মী সমর্থক বংশীপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন অংশে অবস্থা নিয়ে পরস্পরের ওপর ইট পাথর নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে ও লাঠিচার্জ করে। আজিজুর ও সোহাগসহ উভয় পক্ষের ১০/ ১২ জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে।
আহতদের মধ্যে সোহাগ, হাবিবুর, সাদ্দাম, মিস্টার, আব্দুল কাদের, মিজানুর, ফারুকসহ অন্তত ২২ জনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আ.লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সাদিকুর রহমান সাদ্দামের ভাই আবদুল ওহাব জানান তাদের শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী শোকর আলীর লোকজন। এ সময় সাদিকুর রহমানের ২৫/৩০ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয় বলেও তিনি দাবি করেন।
জিএম শোকর আলীর কর্মী হাবিবুর রহমান জানান সাদিকুর রহমানের কর্মী-সমর্থকেরা কোন উসকানি ছাড়াই তাদের নির্বাচন অফিসে হামলা চালায়। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে প্রার্থী আব্দুল কাদের অন্তত ৩০ কর্মী-সমর্থক আহত হয়েছে বলেও তিনি দাবি করেন।
শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম জানান আহতদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, গুলিবিদ্ধ কয়েকজনকে সাতক্ষীরা হাসপাতালে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে রাবার বুলেট ছোড়ার ব্যাপারে খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে জানানোর কথা বলেন তিনি।
ময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
৭ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
১২ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যানচলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামত কাজ শেষ হলে যানচলাচল শুরু হয়।
১৫ মিনিট আগে