পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে নারীসহ ৮ জন জখম হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুভাষ রায় আজকের পত্রিকাকে বলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামের আতার আলী সরদারের ছেলে জবেদ আলীর সঙ্গে মোশারাফ সরদারের ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই জমিতে মোশারাফ ঘর তৈরি করে যায়। এ সময় জবেদ আলী বাধা দিলে প্রতিপক্ষ মোশারাফসহ ৩০-৪০ জন তাদেরকে দাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয় জখম করে।
আহতরা হলেন জবেদ আলী (৬৫), বেল্লাল সরদার (৪০), হারুনর রশিদ (৪৫), সুজাত আলী (৬০), যুবরাজ (২৪), বাইজিদ (১৫,), হালিমা (৩০) ও পারুল আক্তারকে (৩৫)।
আহত সুজাদ, যুবরাজ ও বাইজিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আরিফুল (২৪) ও সুপার সরদারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
মোশারাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আমাদের জমিতে আমরা ঘর তৈরি করতে ছিলাম। এ সময় জবেদ আলী বাধা দেয়। তখন মারামারির ঘটনা ঘটে। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দা দিয়ে কুপিয়ে আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনার পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে নারীসহ ৮ জন জখম হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুভাষ রায় আজকের পত্রিকাকে বলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামের আতার আলী সরদারের ছেলে জবেদ আলীর সঙ্গে মোশারাফ সরদারের ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই জমিতে মোশারাফ ঘর তৈরি করে যায়। এ সময় জবেদ আলী বাধা দিলে প্রতিপক্ষ মোশারাফসহ ৩০-৪০ জন তাদেরকে দাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয় জখম করে।
আহতরা হলেন জবেদ আলী (৬৫), বেল্লাল সরদার (৪০), হারুনর রশিদ (৪৫), সুজাত আলী (৬০), যুবরাজ (২৪), বাইজিদ (১৫,), হালিমা (৩০) ও পারুল আক্তারকে (৩৫)।
আহত সুজাদ, যুবরাজ ও বাইজিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আরিফুল (২৪) ও সুপার সরদারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
মোশারাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আমাদের জমিতে আমরা ঘর তৈরি করতে ছিলাম। এ সময় জবেদ আলী বাধা দেয়। তখন মারামারির ঘটনা ঘটে। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দা দিয়ে কুপিয়ে আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৩৪ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে