বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে নুর ইসলাম মীর (৫৪) নামের এক গরুর মালিককে মারধর ও গরু বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে ভাগনে শরিফুল সরদারের (৩২) বিরুদ্ধে।
গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার দেপাড়া গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর ইউনিয়নের সাজোখালি এলাকায় এ মারধর ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম ছয়জনের নাম উল্লেখ ও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত নুর ইসলাম মীর বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার মীরের ছেলে। হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল সরদার একই এলাকার আহত নুর ইসলামের ভাগনে।
আহত নুর ইসলাম মীর বলেন, তিন-চার দিন আগে শরিফুল ও তার স্ত্রীর সঙ্গে আমি ও আমার ছোট ছেলের কথা-কাটাকাটি হয়। সে সময় শরিফুল আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন দেপাড়া হাটে দুইটি গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে আটটার দিকে বিষ্ণুপুরের সাজোখালি এলাকায় রাজিবের সারের দোকানের কিছুদূর সামনে আসলে শরিফুল ও তার সঙ্গে থাকা সোহেল, হামজা, ওলিয়ার, সোহেল হোসেন, মাহাফুজ ও রাজ্জাক আমাকে ঘিরে ধরে এবং হাতুড়ি-রড দিয়ে মারধর শুরু করে। এ সময় আমি রাস্তায় পড়ে গেলে আমার লুংগিতে বেঁধে রাখা ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা। পরে একটি ভ্যানে উঠিয়ে আমাকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। বাড়ির সামনে থেকে আমার ছেলে ও স্থানীয়রা আমাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।
আহতের ছেলে সাগরের মীর বলেন, আমরা এই হামলার বিচার ও টাকা ফেরত চাই।
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল সরদার বলেন, আমাদের পারিবারিক বিরোধ আছে এটা সত্য। কিন্তু মারধর বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য এই সব কথা বলা হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নুর ইসলাম নামের এক ব্যক্তির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে নুর ইসলাম মীর (৫৪) নামের এক গরুর মালিককে মারধর ও গরু বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে ভাগনে শরিফুল সরদারের (৩২) বিরুদ্ধে।
গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার দেপাড়া গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর ইউনিয়নের সাজোখালি এলাকায় এ মারধর ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম ছয়জনের নাম উল্লেখ ও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত নুর ইসলাম মীর বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার মীরের ছেলে। হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল সরদার একই এলাকার আহত নুর ইসলামের ভাগনে।
আহত নুর ইসলাম মীর বলেন, তিন-চার দিন আগে শরিফুল ও তার স্ত্রীর সঙ্গে আমি ও আমার ছোট ছেলের কথা-কাটাকাটি হয়। সে সময় শরিফুল আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন দেপাড়া হাটে দুইটি গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে আটটার দিকে বিষ্ণুপুরের সাজোখালি এলাকায় রাজিবের সারের দোকানের কিছুদূর সামনে আসলে শরিফুল ও তার সঙ্গে থাকা সোহেল, হামজা, ওলিয়ার, সোহেল হোসেন, মাহাফুজ ও রাজ্জাক আমাকে ঘিরে ধরে এবং হাতুড়ি-রড দিয়ে মারধর শুরু করে। এ সময় আমি রাস্তায় পড়ে গেলে আমার লুংগিতে বেঁধে রাখা ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা। পরে একটি ভ্যানে উঠিয়ে আমাকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। বাড়ির সামনে থেকে আমার ছেলে ও স্থানীয়রা আমাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।
আহতের ছেলে সাগরের মীর বলেন, আমরা এই হামলার বিচার ও টাকা ফেরত চাই।
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল সরদার বলেন, আমাদের পারিবারিক বিরোধ আছে এটা সত্য। কিন্তু মারধর বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য এই সব কথা বলা হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নুর ইসলাম নামের এক ব্যক্তির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমেরিকা প্রবাসী সাবিহা সুলতানার বাড়িতে প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন রাজন ঢালী।
১৫ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঅবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ, যেখানে এ দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গাব্রিয়েল ফ্রান্সেসসি।
২ ঘণ্টা আগেযশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে