গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ শরীফকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
আজ বুধবার সকালে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক মিরাজ শরীফ অভিযোগ তুলে বলেন, ‘গত সোমবার প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের ডাস্টার দিয়ে মাথায় ও কানের পাশে আঘাত করেন। এ ছাড়া তিনি (প্রধান শিক্ষক) বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করে। আমি এর প্রতিবাদ করতে গেলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর আত্মীয় সকলকে ডেকে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি পড়ে গেলে আমাকে লাঠি দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মারে। সহকারী শিক্ষকেরা ঠেকাতে গেলে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষকের মারামারি বা হাতাহাতির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় সেটি আমি দেখব।’
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শাসন করা নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সহকারী শিক্ষক মিরাজ শরীফ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করি। তবে লোকজন নিয়ে এসে তাঁকে মারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা বলেন, ‘রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজ শরীফকে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ শরীফকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
আজ বুধবার সকালে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক মিরাজ শরীফ অভিযোগ তুলে বলেন, ‘গত সোমবার প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের ডাস্টার দিয়ে মাথায় ও কানের পাশে আঘাত করেন। এ ছাড়া তিনি (প্রধান শিক্ষক) বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করে। আমি এর প্রতিবাদ করতে গেলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর আত্মীয় সকলকে ডেকে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি পড়ে গেলে আমাকে লাঠি দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মারে। সহকারী শিক্ষকেরা ঠেকাতে গেলে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষকের মারামারি বা হাতাহাতির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় সেটি আমি দেখব।’
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শাসন করা নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সহকারী শিক্ষক মিরাজ শরীফ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করি। তবে লোকজন নিয়ে এসে তাঁকে মারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা বলেন, ‘রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজ শরীফকে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৫ মিনিট আগেমাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
৩২ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
১ ঘণ্টা আগে