বেনাপোল (যশোর) প্রতিনিধি
বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠাবে ভারতীয় পুলিশ। এরই মধ্যে হস্তান্তরের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। এসব শিশুদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং তাঁদের সকলের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
ফেরত আসবার তালিকায় থাকা ২০ নারী ও শিশুরা হলেন- লক্ষ্মীপুরের আদনান হোসেন, নোয়াখালীর বাপি ধর, নড়াইলের রাবেয়া খাতুন, রাফিজা খাতুন, হাসিব ফকির, সুমন মোল্লা, সবুজ মোল্লা, রুপা খাতুন, ইমদাদুল হোসেন, জুনায়েদ শেখ, আলাউদ্দিন শেখ, আবু জাফর সিকদার, নারায়ণগঞ্জের সুইটি, যশোরের নুর খাতুন, সুমি খাতুন, বরিশালের মেঘলা রায়, সাতক্ষীরার ছামিয়া খাতুন, খুলনার সুমাইয়া খাতুন, নওগাঁর সঞ্জিব ও কিশোরগঞ্জের কমলা সুন্দরী।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা তাঁদের ভারতে পাচার করে। তাদের ২ থেকে ৩ বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করা হয়। পরে ভালো কাজ না দিয়ে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হতো। পরে ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে।
পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরত আনার বিষয়ে তৎপরতা শুরু করে। অবশেষে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরে আসছে। দেশে ফেরার পর তাদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মুজিবর রহমান বলেন, এরই মধ্যে নারী-শিশুদের ফেরত আসার বিষয়ে চিঠি পেয়েছি। নারী-শিশুদের বাংলাদেশে হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠাবে ভারতীয় পুলিশ। এরই মধ্যে হস্তান্তরের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। এসব শিশুদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং তাঁদের সকলের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
ফেরত আসবার তালিকায় থাকা ২০ নারী ও শিশুরা হলেন- লক্ষ্মীপুরের আদনান হোসেন, নোয়াখালীর বাপি ধর, নড়াইলের রাবেয়া খাতুন, রাফিজা খাতুন, হাসিব ফকির, সুমন মোল্লা, সবুজ মোল্লা, রুপা খাতুন, ইমদাদুল হোসেন, জুনায়েদ শেখ, আলাউদ্দিন শেখ, আবু জাফর সিকদার, নারায়ণগঞ্জের সুইটি, যশোরের নুর খাতুন, সুমি খাতুন, বরিশালের মেঘলা রায়, সাতক্ষীরার ছামিয়া খাতুন, খুলনার সুমাইয়া খাতুন, নওগাঁর সঞ্জিব ও কিশোরগঞ্জের কমলা সুন্দরী।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা তাঁদের ভারতে পাচার করে। তাদের ২ থেকে ৩ বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করা হয়। পরে ভালো কাজ না দিয়ে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হতো। পরে ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে।
পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরত আনার বিষয়ে তৎপরতা শুরু করে। অবশেষে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরে আসছে। দেশে ফেরার পর তাদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মুজিবর রহমান বলেন, এরই মধ্যে নারী-শিশুদের ফেরত আসার বিষয়ে চিঠি পেয়েছি। নারী-শিশুদের বাংলাদেশে হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১৮ মিনিট আগেগাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
৩৫ মিনিট আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
৪৩ মিনিট আগে