পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় অস্বাভাবিক হারে জোয়ারের পানিতে বোয়ালিয়ার জেলেপল্লিসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে।
জেলেপল্লির অজিত বিশ্বাস বলেন, ‘আমরা শত বছর ধরে এখানে বসবাস করে আসছি। কপোতাক্ষ নদের ভাঙনে কয়েকবার সরে গিয়ে ঘর করা হয়েছে। কেহ কেহ অন্যতরে সরে বাড়িঘর তৈরি করেছে। বর্তমানে নদের ওপরে বিকল্প রিং বাঁধের মধ্যে প্রায় ৪০-৫০টি পরিবার বসবাস করছে। তবে ঝড়বৃষ্টি বা অতিরিক্ত পানি বাড়লে ছোট রিং বাঁধ ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়।’
অজিত বিশ্বাস আরও বলেন, গতকাল সোম ও আজ মঙ্গলবার নদে অতিরিক্ত পানি বেড়ে যায়। এতে বাঁধ ভেঙে লবণপানি ঠুকে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিয়ত এসব ক্ষতি থেকে বাঁচতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ চাই।
গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, হিতামপুর জেলেপল্লিতে ব্যাপক ভাঙন এলাকা রয়েছে। মূল ওয়াপদার বাইরে রিং বাঁধ ভেঙে যায়। ওই সময় বাঁধটি টিকিয়ে রাখতে লোকজন নিয়ে কাজ করেও তা ঠেকানো সম্ভব হয়নি। জোয়ারের পানিতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, বোয়ালা জেলেপল্লিতে ভাঙন রয়েছে। নদনদীতে অস্বাভাবিক হারে জোয়ারের পানি বাড়ায় জেলেপল্লির রিং বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। তাৎক্ষণিক এলাকাবাসীকে নিয়ে বাঁধটি পুনরায় বাঁধার চেষ্টা করা হলেও রক্ষা করা যায়নি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গেই প্রকল্প কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। দেখা যায়, ৫০ থেকে ৬০ ফুট জায়গা ভেঙে গেছে।’
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আগামীকাল বুধবার থেকে বাঁধের কাজ শুরু হবে।
খুলনার পাইকগাছায় অস্বাভাবিক হারে জোয়ারের পানিতে বোয়ালিয়ার জেলেপল্লিসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে।
জেলেপল্লির অজিত বিশ্বাস বলেন, ‘আমরা শত বছর ধরে এখানে বসবাস করে আসছি। কপোতাক্ষ নদের ভাঙনে কয়েকবার সরে গিয়ে ঘর করা হয়েছে। কেহ কেহ অন্যতরে সরে বাড়িঘর তৈরি করেছে। বর্তমানে নদের ওপরে বিকল্প রিং বাঁধের মধ্যে প্রায় ৪০-৫০টি পরিবার বসবাস করছে। তবে ঝড়বৃষ্টি বা অতিরিক্ত পানি বাড়লে ছোট রিং বাঁধ ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়।’
অজিত বিশ্বাস আরও বলেন, গতকাল সোম ও আজ মঙ্গলবার নদে অতিরিক্ত পানি বেড়ে যায়। এতে বাঁধ ভেঙে লবণপানি ঠুকে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিয়ত এসব ক্ষতি থেকে বাঁচতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ চাই।
গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, হিতামপুর জেলেপল্লিতে ব্যাপক ভাঙন এলাকা রয়েছে। মূল ওয়াপদার বাইরে রিং বাঁধ ভেঙে যায়। ওই সময় বাঁধটি টিকিয়ে রাখতে লোকজন নিয়ে কাজ করেও তা ঠেকানো সম্ভব হয়নি। জোয়ারের পানিতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, বোয়ালা জেলেপল্লিতে ভাঙন রয়েছে। নদনদীতে অস্বাভাবিক হারে জোয়ারের পানি বাড়ায় জেলেপল্লির রিং বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। তাৎক্ষণিক এলাকাবাসীকে নিয়ে বাঁধটি পুনরায় বাঁধার চেষ্টা করা হলেও রক্ষা করা যায়নি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গেই প্রকল্প কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। দেখা যায়, ৫০ থেকে ৬০ ফুট জায়গা ভেঙে গেছে।’
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আগামীকাল বুধবার থেকে বাঁধের কাজ শুরু হবে।
আরামদায়ক ও যানজটমুক্ত ভ্রমণের জন্য এখনো অনেকের কাছে পছন্দ ঢাকা-চাঁদপুর নৌপথ। তবে চাঁদপুর টার্মিনালে যাত্রীদের জন্য নেই তেমন সুযোগ-সুবিধা। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
৩৬ মিনিট আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ১০০ মিটার ধসে পদ্মায় বিলীন হয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডসহ আশপাশের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা।
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার ভোরে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৯ ঘণ্টা আগে