কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত। জনগণ যত দিন চাইবে, আওয়ামী লীগ তত দিন রাষ্ট্রের ক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা বা মনের জ্বালা হওয়া ও কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।’
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
‘বিএনপির জনস্রোত দেখে ভয়ে কাঁপছে আওয়ামী লীগ’—বিএনপির নেতা-কর্মীদের এমন মন্তব্যের জবাবে মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘এ দেশের মানুষের স্বাধিকার, মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিতই হয়েছিল। তখন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন, সংগ্রাম, সভা ও সমাবেশ করে এই পর্যায়ে এসেছে। সেই আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হওয়ার দল এ কথা যারা বলে, তাদের আসলে হাস্যকর চিন্তা-চেতনার অধিকারী ছাড়া আর কিছুই বলার নেই।’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগ নিজেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। এই শেকড় সহজে যেমন উপড়ে ফেলা যায় না। আওয়ামী লীগের মতো একটা বটগাছকে ছোটখাটো দু-একটা ধাক্কা দিয়ে কিছু করা যায় না।’
নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, দেশে জালজালিয়াতির নির্বাচন করেছে বিএনপি। এ দেশে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে।
শ্রদ্ধা নিবেদনের সময় যুগ্ম-সাধারণ সম্পাদকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত। জনগণ যত দিন চাইবে, আওয়ামী লীগ তত দিন রাষ্ট্রের ক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা বা মনের জ্বালা হওয়া ও কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।’
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
‘বিএনপির জনস্রোত দেখে ভয়ে কাঁপছে আওয়ামী লীগ’—বিএনপির নেতা-কর্মীদের এমন মন্তব্যের জবাবে মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘এ দেশের মানুষের স্বাধিকার, মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিতই হয়েছিল। তখন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন, সংগ্রাম, সভা ও সমাবেশ করে এই পর্যায়ে এসেছে। সেই আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হওয়ার দল এ কথা যারা বলে, তাদের আসলে হাস্যকর চিন্তা-চেতনার অধিকারী ছাড়া আর কিছুই বলার নেই।’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগ নিজেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। এই শেকড় সহজে যেমন উপড়ে ফেলা যায় না। আওয়ামী লীগের মতো একটা বটগাছকে ছোটখাটো দু-একটা ধাক্কা দিয়ে কিছু করা যায় না।’
নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, দেশে জালজালিয়াতির নির্বাচন করেছে বিএনপি। এ দেশে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে।
শ্রদ্ধা নিবেদনের সময় যুগ্ম-সাধারণ সম্পাদকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা।
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
২ ঘণ্টা আগে