পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হাফেজ ইজাজুলকে (২০) ২৭ ঘণ্টা পরও পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বলইকাঠি গ্রামের লোহালিয়া নদীতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত ওই ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরাপরই উদ্ধার অভিযান চালাচ্ছেন পটুয়াখালী নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা।
নিখোঁজ ইজাজুল ইসলাম (২০) কিশোরগঞ্জ জেলার করাইরাল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে এনামুল হক মাসুদের ভাইয়ের সুন্নতে খৎনা ও চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে দুই বন্ধু ইজাজুল ইসলাম ও ইব্রাহিম খলিল বাপ্পী বৃহস্পতিবার ভোরে পটুয়াখালীতে ওই বন্ধুর বাড়িতে আসেন। দুপুরের দিকে তিন বন্ধুসহ অন্যরা গোসল করতে যান নিকটস্থ লোহালিয়া নদীতে। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার কাটতে গেলে ইজাজুল পানিতে ডুবে যান এবং তাঁকে আর পাওয়া যায়নি। দুই বন্ধু বাপ্পী ও মাসুদ সাঁতরে তীরে উঠলেও তাঁরা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী সদর নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা গিয়ে নিখোঁজ ইজাজুলকে দুই দফায় উদ্ধারের চেষ্টা চালিয়েছেন।
এদের মধ্যে মাসুদ (২০) ও বাপ্পীকে (২০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপ্পী ঢাকার আশকোনা এলাকার আয়নল হোসেনের ছেলে এবং মাসুদ পটুয়াখালীর আউলিয়াপুরের বলইকাঠি এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে। এই তিন বন্ধুই ঢাকার দক্ষিণখান হলান ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং তিনজনই কোরআনে হাফেজ।
নিখোঁজ ইজাজুল ইসলামের পটুয়াখালীর আউলিয়াপুরের বন্ধু এনামুল হক মাসুদ ও ঢাকার আরেক বন্ধু ইব্রাহিম খলিল বাপ্পী বলেন, ‘আমরা ঢাকায় থাকি। কেউই তেমন সাঁতার জানি না। আমরা নদীতে কখনো গোসল করিনি। এই প্রথম নদীতে গোসল করতে নামি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সাঁতার কাটতে গিয়ে দিক হারিয়ে ফেলি এবং বন্ধু ইজাজুল পানিতে ডুবে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে এখনো নিখোঁজ রয়েছে।’
এ বিষয়ে পটুয়াখালী নৌ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রেজওয়ান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে রাত হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে সকালে আবার দ্বিতীয় দফায় শুরু করা হয়। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজের বিষয়টি গতকাল দুপুরেই পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন।’
পটুয়াখালীতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হাফেজ ইজাজুলকে (২০) ২৭ ঘণ্টা পরও পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বলইকাঠি গ্রামের লোহালিয়া নদীতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত ওই ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরাপরই উদ্ধার অভিযান চালাচ্ছেন পটুয়াখালী নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা।
নিখোঁজ ইজাজুল ইসলাম (২০) কিশোরগঞ্জ জেলার করাইরাল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে এনামুল হক মাসুদের ভাইয়ের সুন্নতে খৎনা ও চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে দুই বন্ধু ইজাজুল ইসলাম ও ইব্রাহিম খলিল বাপ্পী বৃহস্পতিবার ভোরে পটুয়াখালীতে ওই বন্ধুর বাড়িতে আসেন। দুপুরের দিকে তিন বন্ধুসহ অন্যরা গোসল করতে যান নিকটস্থ লোহালিয়া নদীতে। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার কাটতে গেলে ইজাজুল পানিতে ডুবে যান এবং তাঁকে আর পাওয়া যায়নি। দুই বন্ধু বাপ্পী ও মাসুদ সাঁতরে তীরে উঠলেও তাঁরা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী সদর নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা গিয়ে নিখোঁজ ইজাজুলকে দুই দফায় উদ্ধারের চেষ্টা চালিয়েছেন।
এদের মধ্যে মাসুদ (২০) ও বাপ্পীকে (২০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপ্পী ঢাকার আশকোনা এলাকার আয়নল হোসেনের ছেলে এবং মাসুদ পটুয়াখালীর আউলিয়াপুরের বলইকাঠি এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে। এই তিন বন্ধুই ঢাকার দক্ষিণখান হলান ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং তিনজনই কোরআনে হাফেজ।
নিখোঁজ ইজাজুল ইসলামের পটুয়াখালীর আউলিয়াপুরের বন্ধু এনামুল হক মাসুদ ও ঢাকার আরেক বন্ধু ইব্রাহিম খলিল বাপ্পী বলেন, ‘আমরা ঢাকায় থাকি। কেউই তেমন সাঁতার জানি না। আমরা নদীতে কখনো গোসল করিনি। এই প্রথম নদীতে গোসল করতে নামি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সাঁতার কাটতে গিয়ে দিক হারিয়ে ফেলি এবং বন্ধু ইজাজুল পানিতে ডুবে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে এখনো নিখোঁজ রয়েছে।’
এ বিষয়ে পটুয়াখালী নৌ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রেজওয়ান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে রাত হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে সকালে আবার দ্বিতীয় দফায় শুরু করা হয়। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজের বিষয়টি গতকাল দুপুরেই পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন।’
হাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যায়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পর পরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন...
১০ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন...
৩৯ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য...
১ ঘণ্টা আগেবিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুড়ে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে ২০০৪ সালে সারা দেশে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই থেকে সিলেট নগরের বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটে প্রিপেইড মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন...
১ ঘণ্টা আগে