কুষ্টিয়া প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, ‘ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসি। তাতে কোনো সমাধান আসেনি।’
কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, হঠাৎ করেই ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা দাবি করেন কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে তাঁদের গাড়ি চলতে দিতে হবে। এটা একটা অনৈতিক দাবি। কুষ্টিয়ার মালিক-শ্রমিকেরা এই দাবি না মানায় গত ৩ মার্চ থেকে কুষ্টিয়ার গড়াই পরিবহনসহ বেশ কয়েকটি বাস তাঁরা ঝিনাইদহের ওপর দিয়ে চলতে বাধা সৃষ্টি করেন। এই পরিস্থিতিতে তাঁদের সঙ্গে আলোচনা করেও কোনো লাভ হয়নি। পরে কালীগঞ্জের শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে গত বৃহস্পতিবার কুষ্টিয়ার গাড়িগুলো কালীগঞ্জ থেকে খুলনা রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক কিছু গাড়ি কালীগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু গতকাল রাতে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নেতৃত্বে গাড়িবহর নিয়ে ঝিনাইদহ থেকে কালীগঞ্জ গিয়ে কুষ্টিয়ার গাড়ির শ্রমিকদের মারধর করা হয় এবং গাড়িগুলো ফিরিয়ে দেওয়া হয়।
এই হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় পক্ষ মিলে আজ ভোর ৬টা থেকে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ খুলনা থেকে বাস কুষ্টিয়ায় আসবে না, কুষ্টিয়া থেকে বাস খুলনায় যাবে না। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন মাহাবুল আলম। এসব বিষয় লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরে যেতে চরম দুর্ভোগে পড়েছে এসব রুটের যাত্রীরা। তারা বাস না পেয়ে বিকল্প হিসেবে থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, এতে করে তাদের ভোগান্তি, সময়, খরচ—সবকিছুই অনেক বেশি হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের মোবাইল ফোনে একাধিবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, ‘ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসি। তাতে কোনো সমাধান আসেনি।’
কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, হঠাৎ করেই ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা দাবি করেন কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে তাঁদের গাড়ি চলতে দিতে হবে। এটা একটা অনৈতিক দাবি। কুষ্টিয়ার মালিক-শ্রমিকেরা এই দাবি না মানায় গত ৩ মার্চ থেকে কুষ্টিয়ার গড়াই পরিবহনসহ বেশ কয়েকটি বাস তাঁরা ঝিনাইদহের ওপর দিয়ে চলতে বাধা সৃষ্টি করেন। এই পরিস্থিতিতে তাঁদের সঙ্গে আলোচনা করেও কোনো লাভ হয়নি। পরে কালীগঞ্জের শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে গত বৃহস্পতিবার কুষ্টিয়ার গাড়িগুলো কালীগঞ্জ থেকে খুলনা রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক কিছু গাড়ি কালীগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু গতকাল রাতে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নেতৃত্বে গাড়িবহর নিয়ে ঝিনাইদহ থেকে কালীগঞ্জ গিয়ে কুষ্টিয়ার গাড়ির শ্রমিকদের মারধর করা হয় এবং গাড়িগুলো ফিরিয়ে দেওয়া হয়।
এই হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় পক্ষ মিলে আজ ভোর ৬টা থেকে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ খুলনা থেকে বাস কুষ্টিয়ায় আসবে না, কুষ্টিয়া থেকে বাস খুলনায় যাবে না। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন মাহাবুল আলম। এসব বিষয় লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরে যেতে চরম দুর্ভোগে পড়েছে এসব রুটের যাত্রীরা। তারা বাস না পেয়ে বিকল্প হিসেবে থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, এতে করে তাদের ভোগান্তি, সময়, খরচ—সবকিছুই অনেক বেশি হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের মোবাইল ফোনে একাধিবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
চট্টগ্রামের পতেঙ্গা জেলে পাড়ায় আগুনে পুড়েছে ৩৭টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার দিবাগত রাতে আকমল আলী ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি মজনু মিয়া ওরফে মজনু হিরোকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে কৃষক রহিত মিয়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও লাশ গুম করার অপরাধে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে...
২২ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়
৩৩ মিনিট আগে