মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে (২০) ঘাস মারা কীটনাশক খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী হৃদয় আলীকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর পরিবার হৃদয় আলীর বিরুদ্ধে মামলা করে। হৃদয় আলী উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগোনিয়া গ্রামের শরীফের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হৃদয়ের। গত মাসের ২৭ তারিখ সন্ধ্যায় হৃদয় আলী শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সকালে স্ত্রীর হাতে একটি ফিজআপের বোতল ধরিয়ে বলেন এই ওষুধটি খেলে পেটের বাচ্চা সুস্থ থাকবে। তারপর তিনি চলে যান। পরদিন ২৮ নভেম্বর হৃদয় দুপুরে ফোন করে স্ত্রীর কাছে জানতে চান ওষুধটি খেয়েছে কি না। এরপর স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুপুরে ফিজআপের বোতলের থাকা পানি পান করেন স্ত্রী। পান করার সঙ্গে সঙ্গে তিনি বমি শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মিরপুর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হৃদয় আলীকে খবর দিলে তিনি হাসপাতালে এসে ঘাস মারা বিষের কথা স্বীকার করেন। এরপর থেকে পলাতক রয়েছিলেন তিনি।
ঘটনার বিষয়ে সাহানাজ খাতুনের পিতা সাহেব আলী বলেন, ‘আমার মেয়ের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় নিয়ে স্বামীর সঙ্গে সব সময় মনোমালিন্য চলতে থাকে। বর্তমানে আমার মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে।’
এ ব্যাপারে মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ‘গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় এসে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আসামি হৃদয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বিষয়টি আমরা যাচাইবাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে (২০) ঘাস মারা কীটনাশক খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী হৃদয় আলীকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর পরিবার হৃদয় আলীর বিরুদ্ধে মামলা করে। হৃদয় আলী উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগোনিয়া গ্রামের শরীফের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হৃদয়ের। গত মাসের ২৭ তারিখ সন্ধ্যায় হৃদয় আলী শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সকালে স্ত্রীর হাতে একটি ফিজআপের বোতল ধরিয়ে বলেন এই ওষুধটি খেলে পেটের বাচ্চা সুস্থ থাকবে। তারপর তিনি চলে যান। পরদিন ২৮ নভেম্বর হৃদয় দুপুরে ফোন করে স্ত্রীর কাছে জানতে চান ওষুধটি খেয়েছে কি না। এরপর স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুপুরে ফিজআপের বোতলের থাকা পানি পান করেন স্ত্রী। পান করার সঙ্গে সঙ্গে তিনি বমি শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মিরপুর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হৃদয় আলীকে খবর দিলে তিনি হাসপাতালে এসে ঘাস মারা বিষের কথা স্বীকার করেন। এরপর থেকে পলাতক রয়েছিলেন তিনি।
ঘটনার বিষয়ে সাহানাজ খাতুনের পিতা সাহেব আলী বলেন, ‘আমার মেয়ের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় নিয়ে স্বামীর সঙ্গে সব সময় মনোমালিন্য চলতে থাকে। বর্তমানে আমার মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে।’
এ ব্যাপারে মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ‘গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় এসে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আসামি হৃদয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বিষয়টি আমরা যাচাইবাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১৫ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১৮ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
২২ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে