কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। মামলায় দুই পক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নে অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে যাওয়া নিয়ে প্রথমে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজেদের প্রভাব বিস্তার করতে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হন। এঁদের মধ্যে তিনজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বর্তমান সংসদ সদস্যের সমর্থক খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়ে আমাদের লোকজন হাসপাতালে ভর্তি রয়েছে।’
এদিকে সংঘর্ষের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘মিথ্যা অভিযোগ করে লাভ নেই। হামলায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান এমপি ও নৌকা প্রার্থীর সমর্থক আজহার বাদী হয়ে ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চান্নু বাদী হয়ে প্রতিপক্ষের ১০-১২ জনের নামে মামলা করেছেন। আসামিদের মধ্যে নৌকার সমর্থক রাশেদ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ও জামিরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। মামলায় দুই পক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নে অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে যাওয়া নিয়ে প্রথমে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজেদের প্রভাব বিস্তার করতে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হন। এঁদের মধ্যে তিনজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বর্তমান সংসদ সদস্যের সমর্থক খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়ে আমাদের লোকজন হাসপাতালে ভর্তি রয়েছে।’
এদিকে সংঘর্ষের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘মিথ্যা অভিযোগ করে লাভ নেই। হামলায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান এমপি ও নৌকা প্রার্থীর সমর্থক আজহার বাদী হয়ে ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চান্নু বাদী হয়ে প্রতিপক্ষের ১০-১২ জনের নামে মামলা করেছেন। আসামিদের মধ্যে নৌকার সমর্থক রাশেদ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ও জামিরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির একটি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. মনজুরুল হোসেন সাবেক এই মন্ত্রীকে খালাস দেন।
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন যুবলীগ নেতার একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশ।
১০ মিনিট আগেসেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে সেখানকার বাসিন্দারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন। সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নিয়েছেন।
২৩ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠানে নিজেদের পরিচয় প্রকাশ করেন তাঁরা।
২৩ মিনিট আগে