মাগুরা প্রতিনিধি
মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
২৭ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে