প্রতিনিধি, যশোর
যশোরে লাইসেন্স ছাড়াই চাল আমদানির অনুমোদন পেয়েছে ১৬টি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোকে ১৬ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান চাল আমদানি করতে এলসিও (লেটার অব ক্রেডিট-ঋণপত্র) খুলেছে। বিষয়টি নজরে আসায় অভিযুক্ত আমদানিকারকদের চিঠি দিয়ে সতর্ক করেছেন জেলা বাজার কর্মকর্তা। তাঁর দাবি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা আর জ্ঞানের অভাবেই এ জটিলতার সৃষ্টি হয়েছে।
গত ৩০ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখার ১৩.০০.০০০০.০৪৪.০৭.০০১.২১.৪১০ নম্বর স্মারকে বেসরকারি পর্যায়ে নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। সেখানে দেশের বিভিন্ন স্থানের ৭৯টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করে নাম প্রকাশ করে কর্তৃপক্ষ, যা অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু ওই ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে যশোরের ১৬টি প্রতিষ্ঠানের কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স নেই।
লাইসেন্স ছাড়াই আমদানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান ১৬টি হলো—যশোর সদরের চুড়ামনকাটির গোলদার এন্টারপ্রাইজ; অভয়নগরের নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স এসপি ট্রেডিং, মেসার্স আহম্মদ ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স বাবর ইন্টারন্যাশনাল; ঝিকরগাছার পুরাতন নাভারণ বাজারের মেসার্স ইসলামপুর রাইস মিল; শার্শার শ্যামলাগাছির চৌধুরী অটো রাইস মিল; বেনাপোলের ছোট আচড়ার মেসার্স এসএমএম ইন্টারন্যাশনাল; শার্শার নাভারণ রেলবাজারের মেসার্স আসিফ ট্রেডার্স, মেসার্স নাসিম এন্টারপ্রাইজ ও মেসার্স লাকী এন্টারপ্রাইজ; ঝিকরগাছার মেইন রোড এলাকার মেসার্স এসএ এন্টারপ্রাইজ ও মো. ইসমাইল হোসেন মিলন; বেনাপোল মসজিদ মার্কেটের হাজি মোছা করিম অ্যান্ড সন্স; বেনাপোল মাছ বাজারের মেসার্স সততা ফিশ, মেসার্স সততা ফিশ ফিড; বেনাপোল শাখারীপোতা বাজারের মেসার্স টিএম ফিড মিলস লিমিটেড।
সূত্রমতে, কৃষি বিপণন আইন, ২০১৮ সালের ১ ও ২ তফসিলের ৫, ৬ ও ৭ ধারা অনুযায়ী কৃষিপণ্য আমদানিকারক, রপ্তানিকারক, ডিলার ও মিলারেরা কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করতে পারবেন না। অথচ সরকারি এ আইনকে উপেক্ষা করে ওই ১৬টি প্রতিষ্ঠান চাল আমদানির জন্য আবেদন করেছে। অনুরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে তারা অনুমোদনও পেয়েছে।
বিষয়টি নিয়ে শার্শা নাভারণ রেলবাজারের মেসার্স আসিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী আসিফ হোসেনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫০০ টন চালের এলসি করেছি আমি। চালগুলো বর্ধমান থেকে আমদানি করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা দেশে পৌঁছে যাবে।’ লাইসেন্স ছাড়া আমদানি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি কৃষি বিপণন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। কোনো সমস্যা নেই। আমার লাইসেন্স হয়ে গেছে।’
যশোর সদরের চুড়ামনকাটি বাজারের মেসার্স গোলদার এন্টারপ্রাইজের স্বত্বধিকারী মফিজুর রহমান গোলদার বলেন, ‘আমার ফুড গোডাউনের লাইসেন্স আছে। সেই লাইসেন্স দিয়ে আমদানি করার জন্য আবেদন করেছি। খাদ্য মন্ত্রণালয় আমার অনুমোদন দিয়েছে। তারা তো না বুঝে-শুনে অনুমোদন দেয়নি। আমি কী করব? এখন আবার লাইসেন্স করা লাগলে লাইসেন্স করে নিব।’ অনুরূপ লাইসেন্স করার কথা জানিয়েছে, অভয়নগরের মেসার্স আহম্মদ ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স বাবর ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। একই মালিকের নিয়ন্ত্রণাধীন ভিন্ন এ প্রতিষ্ঠান দুটির একটির ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেছেন, ‘দুই দিন আগে নোটিশ পেয়েছি। লাইসেন্স প্রক্রিয়াধীন আছে। দু-এক দিনের মধ্যে সেটিও পেয়ে যাব।’
যশোরে লাইসেন্স ছাড়াই চাল আমদানির অনুমোদন পেয়েছে ১৬টি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোকে ১৬ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান চাল আমদানি করতে এলসিও (লেটার অব ক্রেডিট-ঋণপত্র) খুলেছে। বিষয়টি নজরে আসায় অভিযুক্ত আমদানিকারকদের চিঠি দিয়ে সতর্ক করেছেন জেলা বাজার কর্মকর্তা। তাঁর দাবি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা আর জ্ঞানের অভাবেই এ জটিলতার সৃষ্টি হয়েছে।
গত ৩০ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখার ১৩.০০.০০০০.০৪৪.০৭.০০১.২১.৪১০ নম্বর স্মারকে বেসরকারি পর্যায়ে নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। সেখানে দেশের বিভিন্ন স্থানের ৭৯টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করে নাম প্রকাশ করে কর্তৃপক্ষ, যা অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু ওই ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে যশোরের ১৬টি প্রতিষ্ঠানের কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স নেই।
লাইসেন্স ছাড়াই আমদানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান ১৬টি হলো—যশোর সদরের চুড়ামনকাটির গোলদার এন্টারপ্রাইজ; অভয়নগরের নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স এসপি ট্রেডিং, মেসার্স আহম্মদ ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স বাবর ইন্টারন্যাশনাল; ঝিকরগাছার পুরাতন নাভারণ বাজারের মেসার্স ইসলামপুর রাইস মিল; শার্শার শ্যামলাগাছির চৌধুরী অটো রাইস মিল; বেনাপোলের ছোট আচড়ার মেসার্স এসএমএম ইন্টারন্যাশনাল; শার্শার নাভারণ রেলবাজারের মেসার্স আসিফ ট্রেডার্স, মেসার্স নাসিম এন্টারপ্রাইজ ও মেসার্স লাকী এন্টারপ্রাইজ; ঝিকরগাছার মেইন রোড এলাকার মেসার্স এসএ এন্টারপ্রাইজ ও মো. ইসমাইল হোসেন মিলন; বেনাপোল মসজিদ মার্কেটের হাজি মোছা করিম অ্যান্ড সন্স; বেনাপোল মাছ বাজারের মেসার্স সততা ফিশ, মেসার্স সততা ফিশ ফিড; বেনাপোল শাখারীপোতা বাজারের মেসার্স টিএম ফিড মিলস লিমিটেড।
সূত্রমতে, কৃষি বিপণন আইন, ২০১৮ সালের ১ ও ২ তফসিলের ৫, ৬ ও ৭ ধারা অনুযায়ী কৃষিপণ্য আমদানিকারক, রপ্তানিকারক, ডিলার ও মিলারেরা কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করতে পারবেন না। অথচ সরকারি এ আইনকে উপেক্ষা করে ওই ১৬টি প্রতিষ্ঠান চাল আমদানির জন্য আবেদন করেছে। অনুরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে তারা অনুমোদনও পেয়েছে।
বিষয়টি নিয়ে শার্শা নাভারণ রেলবাজারের মেসার্স আসিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী আসিফ হোসেনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫০০ টন চালের এলসি করেছি আমি। চালগুলো বর্ধমান থেকে আমদানি করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা দেশে পৌঁছে যাবে।’ লাইসেন্স ছাড়া আমদানি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি কৃষি বিপণন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। কোনো সমস্যা নেই। আমার লাইসেন্স হয়ে গেছে।’
যশোর সদরের চুড়ামনকাটি বাজারের মেসার্স গোলদার এন্টারপ্রাইজের স্বত্বধিকারী মফিজুর রহমান গোলদার বলেন, ‘আমার ফুড গোডাউনের লাইসেন্স আছে। সেই লাইসেন্স দিয়ে আমদানি করার জন্য আবেদন করেছি। খাদ্য মন্ত্রণালয় আমার অনুমোদন দিয়েছে। তারা তো না বুঝে-শুনে অনুমোদন দেয়নি। আমি কী করব? এখন আবার লাইসেন্স করা লাগলে লাইসেন্স করে নিব।’ অনুরূপ লাইসেন্স করার কথা জানিয়েছে, অভয়নগরের মেসার্স আহম্মদ ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স বাবর ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। একই মালিকের নিয়ন্ত্রণাধীন ভিন্ন এ প্রতিষ্ঠান দুটির একটির ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেছেন, ‘দুই দিন আগে নোটিশ পেয়েছি। লাইসেন্স প্রক্রিয়াধীন আছে। দু-এক দিনের মধ্যে সেটিও পেয়ে যাব।’
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১ ঘণ্টা আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
১ ঘণ্টা আগে