রায়পুরা ও নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড ও শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—কাভার্ডভ্যানের চালক সুমন মিয়া ও তাঁর সহযোগী (পরিচয় শনাক্ত করা যায়নি) এবং মোটরসাইকেল আরোহী খাদেমুল ইসলাম (৩০)। তিনি ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পেছনের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ মরদেহ দুটো উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
অপরদিকে সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন খাদেমুল ইসলাম। তিনি শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌঁছালে এনা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাদেমুল আহত হন। আহত অবস্থায় তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন বলেন, ‘সিলেট থেকে মোটরসাইকেলে করে খাদিমুল ঢাকার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে আসা এনা পরিবহন বাস তাকে চাপা দেয়। ঘাতক বাসটির চালক পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসি।’
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড ও শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—কাভার্ডভ্যানের চালক সুমন মিয়া ও তাঁর সহযোগী (পরিচয় শনাক্ত করা যায়নি) এবং মোটরসাইকেল আরোহী খাদেমুল ইসলাম (৩০)। তিনি ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পেছনের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ মরদেহ দুটো উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
অপরদিকে সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন খাদেমুল ইসলাম। তিনি শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌঁছালে এনা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাদেমুল আহত হন। আহত অবস্থায় তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন বলেন, ‘সিলেট থেকে মোটরসাইকেলে করে খাদিমুল ঢাকার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে আসা এনা পরিবহন বাস তাকে চাপা দেয়। ঘাতক বাসটির চালক পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসি।’
শেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে চলে যান শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। আজ শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
২৯ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের...
১ ঘণ্টা আগে‘বাবা মাইরো না, মাইরো না বাবা। আর করব না। আর করব না।’ আর্তচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি তিন বছরের শিশু মুসা। এর আগে মুসার বড়ভাই সাত বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি
১ ঘণ্টা আগে