সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আর কয়েক ঘণ্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। সেই সঙ্গে রং-বেরঙের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশস্থলের আশপাশের এলাকা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ। আজ শুক্রবার দুপুর ৩টা থেকে এ সমাবেশ শুরু হবে।
এদিকে গত কয়েক দিন ধরে সমাবেশস্থলের কাজের অগ্রগতি দেখতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দফায় দফায় সমাবেশস্থল পরিদর্শন করছেন। সর্বশেষ নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সমাবেশস্থলে এসে কাজের খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এমপি নজরুল ইসলাম বাবু, এমপি এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিয়া হায়াত আইভি থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতারা উপস্থিত থাকবেন।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতারা বলছেন, জনসমাবেশে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রয়োজনীয় নানা বিষয় উঠে আসতে পারে। পাশাপাশি এই জনসমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। তাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাছে এই সমাবেশটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই জনসমাবেশটি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি সর্বশেষ প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান এই সমাবেশে রেকর্ডসংখ্যক নেতা-কর্মী সমাগম ঘটানোর তাগিদ দিয়েছেন।
প্রস্তুতির বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ইতিমধ্যে আমাদের শতভাগ কাজ শেষ হয়েছে। পাশাপাশি বৃষ্টি হলে সমাবেশস্থলের কোথাও যেন পানি না জমে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, ‘আশা করছি এই শান্তি ও উন্নয়ন সমাবেশে লাখ মানুষের সমাগম ঘটবে। বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা এই সমাবেশটি করছি। তারা যেভাবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এটা কখনোই দেশের মানুষ মেনে নিবে না। তারই কঠিন জবাব এই সমাবেশের মাধ্যমে দেওয়া হবে।’
আর কয়েক ঘণ্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। সেই সঙ্গে রং-বেরঙের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশস্থলের আশপাশের এলাকা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ। আজ শুক্রবার দুপুর ৩টা থেকে এ সমাবেশ শুরু হবে।
এদিকে গত কয়েক দিন ধরে সমাবেশস্থলের কাজের অগ্রগতি দেখতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দফায় দফায় সমাবেশস্থল পরিদর্শন করছেন। সর্বশেষ নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সমাবেশস্থলে এসে কাজের খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এমপি নজরুল ইসলাম বাবু, এমপি এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিয়া হায়াত আইভি থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতারা উপস্থিত থাকবেন।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতারা বলছেন, জনসমাবেশে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রয়োজনীয় নানা বিষয় উঠে আসতে পারে। পাশাপাশি এই জনসমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। তাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাছে এই সমাবেশটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই জনসমাবেশটি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি সর্বশেষ প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান এই সমাবেশে রেকর্ডসংখ্যক নেতা-কর্মী সমাগম ঘটানোর তাগিদ দিয়েছেন।
প্রস্তুতির বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ইতিমধ্যে আমাদের শতভাগ কাজ শেষ হয়েছে। পাশাপাশি বৃষ্টি হলে সমাবেশস্থলের কোথাও যেন পানি না জমে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, ‘আশা করছি এই শান্তি ও উন্নয়ন সমাবেশে লাখ মানুষের সমাগম ঘটবে। বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা এই সমাবেশটি করছি। তারা যেভাবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এটা কখনোই দেশের মানুষ মেনে নিবে না। তারই কঠিন জবাব এই সমাবেশের মাধ্যমে দেওয়া হবে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে