মাদারীপুর প্রতিনিধি
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মাদারীপুরের কালকিনিতে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী একই গ্রামের হামেদ খান হাটে তাঁর নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা-পুলিশ।
নিহত জাকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জাকির হোসেন উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার বলছে, নিহত ব্যবসায়ী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোকানের ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁর ব্যবসায়ী কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তিনি তাঁর ঋণ করা টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় ভোররাতে তাঁর ওয়ার্কশপের দোকানের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা-পুলিকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানার কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাইসহ ও স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় জাকির হোসেন ব্যবসায়ী আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মাদারীপুরের কালকিনিতে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী একই গ্রামের হামেদ খান হাটে তাঁর নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা-পুলিশ।
নিহত জাকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জাকির হোসেন উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার বলছে, নিহত ব্যবসায়ী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোকানের ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁর ব্যবসায়ী কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তিনি তাঁর ঋণ করা টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় ভোররাতে তাঁর ওয়ার্কশপের দোকানের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা-পুলিকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানার কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাইসহ ও স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় জাকির হোসেন ব্যবসায়ী আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বগুড়ার শিবগঞ্জের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানির তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে।
৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
১২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৭ মিনিট আগেচট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলা, টেকনাফ, গুলি, জেলার খবর
২০ মিনিট আগে