কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।
এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’
ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’
ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।
এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’
ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’
ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
১৫ মিনিট আগেমায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
২৬ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
৩৯ মিনিট আগে