নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, গঠনমূলক সমালোচনা করুন। কারও নির্দেশে অযথা মানুষকে হয়রানি করবেন না প্লিজ। কারণ এত মিথ্যা অনেক সময় ধৈর্যে কুলায় না। আগের থেকে অনেকটা বেটার অবস্থানে নারায়ণগঞ্জ।’
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র আইভি বলেন, ‘২০০৪ বা ২০১১ তে যেই অবস্থা ছিল তার থেকে ভালো অবস্থান এখন। আমরা আপনাদের শত্রু নই। সমালোচনা সহ্য করার সক্ষমতা হয়ে যাওয়ায় আপনাদের প্রতি এখন সব সময় কৃতজ্ঞতা জানাই। এ জন্য সাংবাদিকদের ধন্যবাদ। আরেকজনকে ধন্যবাদ দিতে হয়, তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। তার কারণে আমি সারা বাংলাদেশ ও পৃথিবীতে পরিচিত হয়েছি। তিনি আমার অনেক ধৈর্য বাড়িয়ে দিয়েছেন। মাটিও মনে হয় এত ধৈর্য ধরে না। আমি রাগ করা আর কড়াভাবে কথা বলাও ভুলে গেছি। আমি সেভাবেই থাকতে চাই।’
শীতলক্ষ্যা নদী রক্ষার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভি বলেন, ‘ড্যাপ (ডিটেইল এরিয়া প্ল্যান) চাচ্ছে শীতলক্ষ্যা নদীর উভয় পাশে ভারী ইন্ডাস্ট্রি গড়ে তুলতে। ইতিমধ্যে এখানে প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে। আমি সাংবাদিকদের অনুরোধ করব এই বিষয় নিয়ে লেখালেখি করা যায় কিনা।’
মেয়র আইভী বলেন, ‘একদিকে কলকারখানার বর্জ্যে শীতলক্ষ্যা প্রায় মরে গেছে। এখন যদি নতুন করে ভারী ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয় তাহলে এই নদী বাঁচবে না। শীতলক্ষ্যা না বাঁচলে আমরাও বাঁচব না। যেই শহরে পানি নাই, সেই শহর ন্যাচারালি বাঁচে না। ২০ বছর পর এই শহরে প্রচুর সমস্যা দেখা দেবে। আমি চাইব বিষয়টি সংসদে তুলবেন।’
ইতিমধ্যে মেয়র আইভি পদক্ষেপ গ্রহণ করেছেন জানিয়ে বলেন, ‘আমি ড্যাবে লিখিত অবজেকশন দিয়েছি। বিভিন্ন সভা সেমিনারে উত্থাপন করেছি। আমাদের পরিবেশ মন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি। কিছু অঞ্চলে কারখানা দিতে পারে, কিন্তু পুরো শীতলক্ষ্যা নিয়ে নয়।’
নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরার বিষয়ে মেয়র আইভী বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে স্বমহিমায় দাঁড়িয়ে আছি। সাতটি থানারই নিজস্ব ঐতিহ্য রয়েছে। আমরা মসলিন, জামদানি, বাটিক, আদমজী, রাজনীতি সবকিছুর জন্যই বিখ্যাত। কিন্তু নারায়ণগঞ্জকে আমরা পজেটিভলি তুলে ধরি না। অনেক সময়েই রাজনীতিবিদরা নেগেটিভভাবে তুলে ধরি। বিগত ২০-৩০ বছরের কথা বলি ঠিকই, কিন্তু ১০০ বছরের ইতিহাস ভুলে যাই। আমার মনে হয় আমাদের সকলের উচিত নারায়ণগঞ্জকে পজেটিভলি তুলে ধরা। আমাদের কিছু সীমাবদ্ধতা, সমস্যা আছে। এসবের পাশাপাশি আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা উচিত।’
এ অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ ও ফল উৎসবের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুস সালাম।
এ অনুষ্ঠানে ৫ জন সাংবাদিককে মোট ৯ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান পূর্বক আলোচনা সভায় অন্যান্যদের ভেতর আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক আনোয়ার হোসেন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক এনইউজে সেক্রেটারি আফজাল হোসেন পন্টি, সাবেক এনইউজে সভাপতি নাফিজ আশরাফ প্রমুখ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, গঠনমূলক সমালোচনা করুন। কারও নির্দেশে অযথা মানুষকে হয়রানি করবেন না প্লিজ। কারণ এত মিথ্যা অনেক সময় ধৈর্যে কুলায় না। আগের থেকে অনেকটা বেটার অবস্থানে নারায়ণগঞ্জ।’
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র আইভি বলেন, ‘২০০৪ বা ২০১১ তে যেই অবস্থা ছিল তার থেকে ভালো অবস্থান এখন। আমরা আপনাদের শত্রু নই। সমালোচনা সহ্য করার সক্ষমতা হয়ে যাওয়ায় আপনাদের প্রতি এখন সব সময় কৃতজ্ঞতা জানাই। এ জন্য সাংবাদিকদের ধন্যবাদ। আরেকজনকে ধন্যবাদ দিতে হয়, তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। তার কারণে আমি সারা বাংলাদেশ ও পৃথিবীতে পরিচিত হয়েছি। তিনি আমার অনেক ধৈর্য বাড়িয়ে দিয়েছেন। মাটিও মনে হয় এত ধৈর্য ধরে না। আমি রাগ করা আর কড়াভাবে কথা বলাও ভুলে গেছি। আমি সেভাবেই থাকতে চাই।’
শীতলক্ষ্যা নদী রক্ষার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভি বলেন, ‘ড্যাপ (ডিটেইল এরিয়া প্ল্যান) চাচ্ছে শীতলক্ষ্যা নদীর উভয় পাশে ভারী ইন্ডাস্ট্রি গড়ে তুলতে। ইতিমধ্যে এখানে প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে। আমি সাংবাদিকদের অনুরোধ করব এই বিষয় নিয়ে লেখালেখি করা যায় কিনা।’
মেয়র আইভী বলেন, ‘একদিকে কলকারখানার বর্জ্যে শীতলক্ষ্যা প্রায় মরে গেছে। এখন যদি নতুন করে ভারী ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয় তাহলে এই নদী বাঁচবে না। শীতলক্ষ্যা না বাঁচলে আমরাও বাঁচব না। যেই শহরে পানি নাই, সেই শহর ন্যাচারালি বাঁচে না। ২০ বছর পর এই শহরে প্রচুর সমস্যা দেখা দেবে। আমি চাইব বিষয়টি সংসদে তুলবেন।’
ইতিমধ্যে মেয়র আইভি পদক্ষেপ গ্রহণ করেছেন জানিয়ে বলেন, ‘আমি ড্যাবে লিখিত অবজেকশন দিয়েছি। বিভিন্ন সভা সেমিনারে উত্থাপন করেছি। আমাদের পরিবেশ মন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি। কিছু অঞ্চলে কারখানা দিতে পারে, কিন্তু পুরো শীতলক্ষ্যা নিয়ে নয়।’
নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরার বিষয়ে মেয়র আইভী বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে স্বমহিমায় দাঁড়িয়ে আছি। সাতটি থানারই নিজস্ব ঐতিহ্য রয়েছে। আমরা মসলিন, জামদানি, বাটিক, আদমজী, রাজনীতি সবকিছুর জন্যই বিখ্যাত। কিন্তু নারায়ণগঞ্জকে আমরা পজেটিভলি তুলে ধরি না। অনেক সময়েই রাজনীতিবিদরা নেগেটিভভাবে তুলে ধরি। বিগত ২০-৩০ বছরের কথা বলি ঠিকই, কিন্তু ১০০ বছরের ইতিহাস ভুলে যাই। আমার মনে হয় আমাদের সকলের উচিত নারায়ণগঞ্জকে পজেটিভলি তুলে ধরা। আমাদের কিছু সীমাবদ্ধতা, সমস্যা আছে। এসবের পাশাপাশি আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা উচিত।’
এ অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ ও ফল উৎসবের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুস সালাম।
এ অনুষ্ঠানে ৫ জন সাংবাদিককে মোট ৯ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান পূর্বক আলোচনা সভায় অন্যান্যদের ভেতর আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক আনোয়ার হোসেন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক এনইউজে সেক্রেটারি আফজাল হোসেন পন্টি, সাবেক এনইউজে সভাপতি নাফিজ আশরাফ প্রমুখ।
রাজধানীর মহাখালী থেকে সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করলেও ফের কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে আজ বিকেলে বৈঠক করে কোনো আশ্বাস পাননি শিক্ষার্থী। এই খবর ক্যাম্পাসে পৌঁছলে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন
৩ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় এক পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২১ মিনিট আগেসিলেটের কানাইঘাটে বন্ধুর ক্ষুরের আঘাতে আব্দুল মুমিন (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার পৌর সদর পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেচট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার নগরীর ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে