ফরিদপুর প্রতিনিধি
মুজিব কোট পরে কিছু মুনাফিক টাকার কাছে বিক্রি হয়েছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী। আজ বুধবার বিকেলে সালথায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। আজ বিকেলে উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুর পরে ছোট ছেলে লাবু চৌধুরী উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হন। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. জামাল হোসেন মিয়া ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট সরোয়ার হোসেন।
নির্বাচনী এলাকার জনসভায় নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে লাবু চৌধুরী বলেন, ‘কিছু কিছু মুনাফিককে দেখেছি—তারা মুজিব কোর্ট পরে নৌকার কথা বলেছে, কিন্তু রাতের আঁধারে ১০ লাখ, ২০ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। অনেক জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কোনো রকম ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আপনারা সবাই ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন।’
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে লাবু চৌধুরী তাঁর প্রয়াত মা সৈয়দা সাজেদা চৌধুরীর কথা স্মরণ করে বলেন, ‘দীর্ঘ ৪০টি বছর আমার মা এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেদা চৌধুরীর সন্তান হিসেবে আমাকে নৌকার প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি শক্ত হাতে হাল ধরেছি বলেই এলাকায় আজ দাঙ্গা-কাইজ্যা বন্ধ হয়ে গেছে। আমি চাই এই এলাকার দল-মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক। আমরা এই এলাকাকে সব ধরনের দাঙ্গা-কাইজ্যা, সন্ত্রাস, মাদক চিরতরে বন্ধ হয়ে যাক।’
সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুয়েল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, লাবু চৌধুরীর ছেলে সাজ্জাদ চৌধুরী, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এ সময় লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খানসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।
মুজিব কোট পরে কিছু মুনাফিক টাকার কাছে বিক্রি হয়েছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী। আজ বুধবার বিকেলে সালথায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। আজ বিকেলে উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুর পরে ছোট ছেলে লাবু চৌধুরী উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হন। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. জামাল হোসেন মিয়া ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট সরোয়ার হোসেন।
নির্বাচনী এলাকার জনসভায় নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে লাবু চৌধুরী বলেন, ‘কিছু কিছু মুনাফিককে দেখেছি—তারা মুজিব কোর্ট পরে নৌকার কথা বলেছে, কিন্তু রাতের আঁধারে ১০ লাখ, ২০ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। অনেক জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কোনো রকম ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আপনারা সবাই ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন।’
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে লাবু চৌধুরী তাঁর প্রয়াত মা সৈয়দা সাজেদা চৌধুরীর কথা স্মরণ করে বলেন, ‘দীর্ঘ ৪০টি বছর আমার মা এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেদা চৌধুরীর সন্তান হিসেবে আমাকে নৌকার প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি শক্ত হাতে হাল ধরেছি বলেই এলাকায় আজ দাঙ্গা-কাইজ্যা বন্ধ হয়ে গেছে। আমি চাই এই এলাকার দল-মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক। আমরা এই এলাকাকে সব ধরনের দাঙ্গা-কাইজ্যা, সন্ত্রাস, মাদক চিরতরে বন্ধ হয়ে যাক।’
সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুয়েল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, লাবু চৌধুরীর ছেলে সাজ্জাদ চৌধুরী, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এ সময় লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খানসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১৪ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩৩ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে