মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের লৌহজং নদীর পাহাড়পুর ব্রিজের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আনসার সদস্যের নাম সাইফুল ইসলাম (৩৪)। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
এর আগে গতকাল রোববার ভোর ৪টার দিকে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন সাইফুল। দীর্ঘ চেষ্টার পর আজ দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে সাইফুল মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপে দায়িত্ব পালন শেষে ভোরে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ায় সময় পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের ৪ সদস্য দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ১০ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ আনসার সদস্যের খোঁজ পেতে ব্যর্থ হয়।
কুমুদিনী হাসপাতালের আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি সাইফুল ইসলাম কুমুদিনী কমপ্লেক্সে আনসার সদস্য হিসেবে যোগদান করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সাইফুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর কমান্ড্যান্ট এসে মরদেহ গ্রহণ করবেন। তাদের বাহিনীর নিয়ম অনুযায়ী তারাই পরিবারের মরদেহ হস্তান্তর করবেন।
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের লৌহজং নদীর পাহাড়পুর ব্রিজের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আনসার সদস্যের নাম সাইফুল ইসলাম (৩৪)। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
এর আগে গতকাল রোববার ভোর ৪টার দিকে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন সাইফুল। দীর্ঘ চেষ্টার পর আজ দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে সাইফুল মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপে দায়িত্ব পালন শেষে ভোরে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ায় সময় পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের ৪ সদস্য দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ১০ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ আনসার সদস্যের খোঁজ পেতে ব্যর্থ হয়।
কুমুদিনী হাসপাতালের আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি সাইফুল ইসলাম কুমুদিনী কমপ্লেক্সে আনসার সদস্য হিসেবে যোগদান করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সাইফুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর কমান্ড্যান্ট এসে মরদেহ গ্রহণ করবেন। তাদের বাহিনীর নিয়ম অনুযায়ী তারাই পরিবারের মরদেহ হস্তান্তর করবেন।
কেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৯ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১০ ঘণ্টা আগে