নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান বলেছেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সরকারের টিসিবির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কার্যক্রম, তা যথেষ্ট নয়।’ জাতীয় প্রেসক্লাব চত্বরে আজ বুধবার সকালে ভোক্তা অধিকার আন্দোলনের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ভোক্তা অধিকার আন্দোলনের সভাপতি বলেন, ‘টিসিবির ট্রাকের অপেক্ষায় গভীর রাত থেকে সাধারণ জনগোষ্ঠী লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। তা ছাড়া টিসিবির পণ্যের দামও জনগণের ক্রয়ক্ষমতার বাইরে। কৃষক ঠকে মাঠে, আর ভোক্তারা ঠকে হাটে, এ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা।’
আতা উল্লাহ খান বলেন, ‘কতিপয় মন্ত্রীর দায়িত্বহীন অতিকথন দ্রব্যমূল্য আরও বাড়িয়ে দিয়েছে। আজ জাতীয় সংসদে, মন্ত্রণালয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মেয়রসহ গুরুত্বপূর্ণ সব পদেই ব্যবসায়ীদের জয়জয়কার। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবল হতে ভোক্তাদের রক্ষায় গণবিস্ফোরণ সামাল দেওয়া সম্ভব নাও হতে পারে।’
মানববন্ধনের বক্তারা বলেন, করোনাকালীন শ্রমিকদের বেতন কমানো হচ্ছে। নিরুপায় হয়ে মানুষ গ্রামে চলে যাচ্ছে। বিভিন্ন কলকারখানা এখনো বন্ধ রয়েছে। মানুষ অসহায় জীবনযাপন করছে। এমন সময় সকল প্রকার ভোগ্যপণ্যের লাগামহীন দামে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে।
এমতাবস্থায় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন সিন্ডিকেট চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান বলেছেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সরকারের টিসিবির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কার্যক্রম, তা যথেষ্ট নয়।’ জাতীয় প্রেসক্লাব চত্বরে আজ বুধবার সকালে ভোক্তা অধিকার আন্দোলনের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ভোক্তা অধিকার আন্দোলনের সভাপতি বলেন, ‘টিসিবির ট্রাকের অপেক্ষায় গভীর রাত থেকে সাধারণ জনগোষ্ঠী লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। তা ছাড়া টিসিবির পণ্যের দামও জনগণের ক্রয়ক্ষমতার বাইরে। কৃষক ঠকে মাঠে, আর ভোক্তারা ঠকে হাটে, এ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা।’
আতা উল্লাহ খান বলেন, ‘কতিপয় মন্ত্রীর দায়িত্বহীন অতিকথন দ্রব্যমূল্য আরও বাড়িয়ে দিয়েছে। আজ জাতীয় সংসদে, মন্ত্রণালয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মেয়রসহ গুরুত্বপূর্ণ সব পদেই ব্যবসায়ীদের জয়জয়কার। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবল হতে ভোক্তাদের রক্ষায় গণবিস্ফোরণ সামাল দেওয়া সম্ভব নাও হতে পারে।’
মানববন্ধনের বক্তারা বলেন, করোনাকালীন শ্রমিকদের বেতন কমানো হচ্ছে। নিরুপায় হয়ে মানুষ গ্রামে চলে যাচ্ছে। বিভিন্ন কলকারখানা এখনো বন্ধ রয়েছে। মানুষ অসহায় জীবনযাপন করছে। এমন সময় সকল প্রকার ভোগ্যপণ্যের লাগামহীন দামে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে।
এমতাবস্থায় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন সিন্ডিকেট চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৪ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৪ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৫ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৫ ঘণ্টা আগে