নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা মহামারির মধ্যে হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য সিভিল সার্জন ছাড়া অন্য কেউ সাংবাদিকদের জানাতে পারবেন না বলে আদেশ জারি করেছিলেন ঢাকার সিভিল সার্জন। এ নিয়ে সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছেন তিনি।
ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত গত ৮ জুলাই এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। এ সংক্রান্ত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।
ঢাকার সিভিল সার্জনের এমন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। স্বাস্থ্য খাতের অনিয়ম, অপকর্ম ও ব্যর্থতা ঢাকতেই তথ্য দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিবৃতিতে দাবি করেছে সংগঠনটি। একজন কর্মকর্তা জানান, সিভিল সার্জনের এই আদেশ নিয়ে সমালোচনা হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
নতুন আদেশে বলা হয়েছে, করোনা মহামারিকালে ঢাকা জেলার (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যের জন্য সংবাদমাধ্যমকে সিভিল সার্জনের সহিত এবং উপজেলার ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছবি তোলার ও তথ্য প্রকাশের ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকল সংবাদমাধ্যমকে অনুরোধ করা হলো।
এর ব্যাখ্যায় সিভিল সার্জন মঈনুল আহসান শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, অনেক সময় চিকিৎসকেরা এসব বিষয়ে কথা বললে ভুল তথ্য আসে, বিভ্রান্তির সৃষ্টি হয়। এ জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি।
করোনা মহামারির মধ্যে হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য সিভিল সার্জন ছাড়া অন্য কেউ সাংবাদিকদের জানাতে পারবেন না বলে আদেশ জারি করেছিলেন ঢাকার সিভিল সার্জন। এ নিয়ে সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছেন তিনি।
ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত গত ৮ জুলাই এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। এ সংক্রান্ত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।
ঢাকার সিভিল সার্জনের এমন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। স্বাস্থ্য খাতের অনিয়ম, অপকর্ম ও ব্যর্থতা ঢাকতেই তথ্য দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিবৃতিতে দাবি করেছে সংগঠনটি। একজন কর্মকর্তা জানান, সিভিল সার্জনের এই আদেশ নিয়ে সমালোচনা হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
নতুন আদেশে বলা হয়েছে, করোনা মহামারিকালে ঢাকা জেলার (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যের জন্য সংবাদমাধ্যমকে সিভিল সার্জনের সহিত এবং উপজেলার ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছবি তোলার ও তথ্য প্রকাশের ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকল সংবাদমাধ্যমকে অনুরোধ করা হলো।
এর ব্যাখ্যায় সিভিল সার্জন মঈনুল আহসান শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, অনেক সময় চিকিৎসকেরা এসব বিষয়ে কথা বললে ভুল তথ্য আসে, বিভ্রান্তির সৃষ্টি হয়। এ জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
১ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
২ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২ ঘণ্টা আগে