নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধা ও যুবদলের মিছিলে লাঠিপেটার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপির নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মন্ডলপাড়া এলাকায় মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করে দলটি। বেলা ৪টা থেকেই ধীরে ধীরে সভাস্থলে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। সমাবেশ শুরুর চেষ্টা করতেই পুলিশ তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরবর্তীতে তাঁরা মিছিল করে ফিরে যাওয়ার চেষ্টা করলে সেখানে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
একই সময় মহানগর যুবদলের সাবেক নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলের দিকে আসলে সেখানে লাঠিপেটা করে পুলিশ। এতে জোসেফ, শওকত খন্দকার সহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেন যুবদল কর্মীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা পুলিশি বাধায় কর্মসূচি পালন করতে না পেরে রাস্তায় অবস্থান করছিলাম। পুলিশ সেখান থেকেও আমাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়েছে। যুবদলের নেতা-কর্মীদের মিছিলে লাঠিপেটা করেছে। অথচ প্রধানমন্ত্রী বলেছিলেন সকল রাজনৈতিক দল বিনা বাধায় কর্মসূচি পালন করতে পারবে। বাস্তবে তাদের কথা ও কাজে মিল নেই। আমরা পুলিশের এই আচরণের নিন্দা জানাই।’
এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি পালন করতে চেয়েছিল। আমরা তাঁদের সভাস্থল থেকে সরিয়ে দিয়েছি কেবল।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধা ও যুবদলের মিছিলে লাঠিপেটার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপির নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মন্ডলপাড়া এলাকায় মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করে দলটি। বেলা ৪টা থেকেই ধীরে ধীরে সভাস্থলে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। সমাবেশ শুরুর চেষ্টা করতেই পুলিশ তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরবর্তীতে তাঁরা মিছিল করে ফিরে যাওয়ার চেষ্টা করলে সেখানে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
একই সময় মহানগর যুবদলের সাবেক নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলের দিকে আসলে সেখানে লাঠিপেটা করে পুলিশ। এতে জোসেফ, শওকত খন্দকার সহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেন যুবদল কর্মীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা পুলিশি বাধায় কর্মসূচি পালন করতে না পেরে রাস্তায় অবস্থান করছিলাম। পুলিশ সেখান থেকেও আমাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়েছে। যুবদলের নেতা-কর্মীদের মিছিলে লাঠিপেটা করেছে। অথচ প্রধানমন্ত্রী বলেছিলেন সকল রাজনৈতিক দল বিনা বাধায় কর্মসূচি পালন করতে পারবে। বাস্তবে তাদের কথা ও কাজে মিল নেই। আমরা পুলিশের এই আচরণের নিন্দা জানাই।’
এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি পালন করতে চেয়েছিল। আমরা তাঁদের সভাস্থল থেকে সরিয়ে দিয়েছি কেবল।’
গাজীপুর মহানগরীর আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার...
১১ মিনিট আগেমাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ইটেরপুল থেকে পাথুরিয়ার পাড় সড়কের পাশে ছয়না গ্রামের ইটেরপুর খালের ওপর নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। শুধুমাত্র পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোল্লার বাড়িতে যাওয়ার জন্যই এই সেতুটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সেতু পার হওয়ার...
৩৮ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৃহবধূ সাবরিনা আক্তারকে (২৪) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে এ ঘটনা ঘটেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে...
১ ঘণ্টা আগেহাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যায়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পর পরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন...
১ ঘণ্টা আগে