নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্টারনেটভিত্তিক মোবাইল অ্যাপস দিয়ে জালিয়াতি করে ৫ লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনাকারী চক্রের হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আবুল হোসেন পুলক, মাহাদী হাসান, মিজানুর রহমান, মাহি উদ্দিন জামিল, সাইফুল ইসলাম, কভেজ আলী, শাহানুর।
আজ রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
সিআইডি বলছে, ডেসটিনি থেকে অনুপ্রাণিত হয়ে সাবেক দুই কর্মকর্তা মিলে আবারও একইভাবে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। এবার তাঁদের টার্গেট ছিল কম শিক্ষিত গ্রামের নারীরা।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, প্রতারণার অংশ হিসেবে প্রথমে ভুক্তভোগীদের ১ হাজার ৮৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়। এরপর ভুক্তভোগীরা যে টাকা জমা রাখবে, দুই মাস পর তার দ্বিগুণ হবে বলে বেশি বেশি টাকা জমা রাখেন। এর মধ্যে যদি নতুন গ্রাহক এনে দেওয়া যায়, তাঁর থেকে শতকরা ৫০ শতাংশ লাভও পাবেন। যে গ্রাহক যত টাকা জমা দিতে পারবেন, সে অনুযায়ী তাঁদের র্যাঙ্ক দেওয়া হয়। র্যাঙ্ক অনুযায়ী বিদেশে ভ্রমণ, গাড়ি, দামি উপহারও পেয়ে থাকেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, মানুষকে প্রলোভনে ফেলানোর জন্য তাঁরা মাঝে মাঝেই লাখ লাখ টাকা দিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। সিআইডি সবাইকে পরামর্শ দিচ্ছে দুই মাসে টাকা দ্বিগুণ করা সম্ভব নয়। আপনারা কেউ এই ফাঁদে পা দেবেন না।
ইন্টারনেটভিত্তিক মোবাইল অ্যাপস দিয়ে জালিয়াতি করে ৫ লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনাকারী চক্রের হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আবুল হোসেন পুলক, মাহাদী হাসান, মিজানুর রহমান, মাহি উদ্দিন জামিল, সাইফুল ইসলাম, কভেজ আলী, শাহানুর।
আজ রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
সিআইডি বলছে, ডেসটিনি থেকে অনুপ্রাণিত হয়ে সাবেক দুই কর্মকর্তা মিলে আবারও একইভাবে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। এবার তাঁদের টার্গেট ছিল কম শিক্ষিত গ্রামের নারীরা।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, প্রতারণার অংশ হিসেবে প্রথমে ভুক্তভোগীদের ১ হাজার ৮৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়। এরপর ভুক্তভোগীরা যে টাকা জমা রাখবে, দুই মাস পর তার দ্বিগুণ হবে বলে বেশি বেশি টাকা জমা রাখেন। এর মধ্যে যদি নতুন গ্রাহক এনে দেওয়া যায়, তাঁর থেকে শতকরা ৫০ শতাংশ লাভও পাবেন। যে গ্রাহক যত টাকা জমা দিতে পারবেন, সে অনুযায়ী তাঁদের র্যাঙ্ক দেওয়া হয়। র্যাঙ্ক অনুযায়ী বিদেশে ভ্রমণ, গাড়ি, দামি উপহারও পেয়ে থাকেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, মানুষকে প্রলোভনে ফেলানোর জন্য তাঁরা মাঝে মাঝেই লাখ লাখ টাকা দিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। সিআইডি সবাইকে পরামর্শ দিচ্ছে দুই মাসে টাকা দ্বিগুণ করা সম্ভব নয়। আপনারা কেউ এই ফাঁদে পা দেবেন না।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
৪ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
৮ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগে