নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ বছর আগের এই দিনে সংঘটিত হয়েছিল দেশের ইতিহাসে অন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড। তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) বিদ্রোহী সৈনিকদের সহিংস আক্রমণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। তখন থেকেই এ ঘটনা বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি নামে পরিচিত। ওই ঘটনায় করা দুই মামলার মধ্যে হত্যা মামলায় নিম্ন আদালতের পর রায় হয়েছে হাইকোর্টেও। এখন শুনানির অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আর ওই ঘটনায় করা বিস্ফোরক মামলা এখনো নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। মোট ১ হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ২১০ জনের।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের এ ঘটনায় করা হত্যা মামলায় আসামি ছিলেন ৮৫০ জন। আর বিস্ফোরক মামলায় আসামি ৮৩৪ জন। হত্যা মামলায় বিচারিক আদালত ২০১৩ সালের ৪ নভেম্বর রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড ও ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ২৫৬ জনকে। খালাস পান ২৭৮ জন। তবে তাঁরা এখনো মুক্তি পাননি।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল ও আপিল বিচারাধীন। এখনো আপিল তৈরিই হয়নি। আপিল তৈরি হলেই দ্রুত নিষ্পত্তি হবে বলে জানান তিনি। আর বিচারিক আদালতে চলমান বিস্ফোরক মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘২১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আশা করছি এ বছরই এই মামলা শেষ হবে।’
রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে যাবতীয় নথি পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামি ও রাষ্ট্রপক্ষ খালাস পাওয়া ৬৯ জনের ক্ষেত্রে পৃথক আপিল করে। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।
এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদর দপ্তরসহ সব আঞ্চলিক প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় কোরআন খতম এবং বিজিবির সব মসজিদ ও বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।
এ ছাড়া সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানেরা, বিজিবির মহাপরিচালকসহ বিশিষ্ট ব্যক্তিরা শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বাহিনীর সব স্থাপনায় বিজিবির পতাকা অর্ধনমিত থাকবে এবং বিজিবির সব সদস্য কালো ব্যাজ পরবেন।
১৩ বছর আগের এই দিনে সংঘটিত হয়েছিল দেশের ইতিহাসে অন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড। তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) বিদ্রোহী সৈনিকদের সহিংস আক্রমণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। তখন থেকেই এ ঘটনা বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি নামে পরিচিত। ওই ঘটনায় করা দুই মামলার মধ্যে হত্যা মামলায় নিম্ন আদালতের পর রায় হয়েছে হাইকোর্টেও। এখন শুনানির অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আর ওই ঘটনায় করা বিস্ফোরক মামলা এখনো নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। মোট ১ হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ২১০ জনের।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের এ ঘটনায় করা হত্যা মামলায় আসামি ছিলেন ৮৫০ জন। আর বিস্ফোরক মামলায় আসামি ৮৩৪ জন। হত্যা মামলায় বিচারিক আদালত ২০১৩ সালের ৪ নভেম্বর রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড ও ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ২৫৬ জনকে। খালাস পান ২৭৮ জন। তবে তাঁরা এখনো মুক্তি পাননি।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল ও আপিল বিচারাধীন। এখনো আপিল তৈরিই হয়নি। আপিল তৈরি হলেই দ্রুত নিষ্পত্তি হবে বলে জানান তিনি। আর বিচারিক আদালতে চলমান বিস্ফোরক মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘২১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আশা করছি এ বছরই এই মামলা শেষ হবে।’
রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে যাবতীয় নথি পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামি ও রাষ্ট্রপক্ষ খালাস পাওয়া ৬৯ জনের ক্ষেত্রে পৃথক আপিল করে। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।
এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদর দপ্তরসহ সব আঞ্চলিক প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় কোরআন খতম এবং বিজিবির সব মসজিদ ও বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।
এ ছাড়া সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানেরা, বিজিবির মহাপরিচালকসহ বিশিষ্ট ব্যক্তিরা শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বাহিনীর সব স্থাপনায় বিজিবির পতাকা অর্ধনমিত থাকবে এবং বিজিবির সব সদস্য কালো ব্যাজ পরবেন।
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৩০ মিনিট আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
৩৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টর খেলা শেষে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে।
৪৩ মিনিট আগেবিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন তাঁরা
১ ঘণ্টা আগে