নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান টিটুসহ তিনজনের জামিন বাতিল করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য যাঁদের জামিন বাতিল হয়েছে, তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর ও মোহাম্মদ মারুফ খান। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপস কুমার পাল আরও জানান জানান, এই আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত ১৮ এপ্রিল তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তাকে ওই দিন হাজির থাকতে বলা হয়েছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে হাজির ছিলেন না। পরে আদালত আসামিদের ৩ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। আজ তিনজনই আদালতে হাজির হয়ে জামিন স্থায়ী করার আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিন বাতিল করার আবেদন করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই তিন আসামি সরাসরি ওই হত্যাকাণ্ডে জড়িত। অন্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁদের জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে। পরে আদালত জামিন বাতিলের নির্দেশ দেন।
গত বছর ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরের দিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় এ পর্যন্ত ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মধ্যে শুটার মাসুম ওরফে আকাশ ও শুটার মুসাসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তিন আসামি হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট ছিলেন বলে উল্লেখ রয়েছে।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান টিটুসহ তিনজনের জামিন বাতিল করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য যাঁদের জামিন বাতিল হয়েছে, তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর ও মোহাম্মদ মারুফ খান। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপস কুমার পাল আরও জানান জানান, এই আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত ১৮ এপ্রিল তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তাকে ওই দিন হাজির থাকতে বলা হয়েছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে হাজির ছিলেন না। পরে আদালত আসামিদের ৩ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। আজ তিনজনই আদালতে হাজির হয়ে জামিন স্থায়ী করার আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিন বাতিল করার আবেদন করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই তিন আসামি সরাসরি ওই হত্যাকাণ্ডে জড়িত। অন্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁদের জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে। পরে আদালত জামিন বাতিলের নির্দেশ দেন।
গত বছর ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরের দিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় এ পর্যন্ত ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মধ্যে শুটার মাসুম ওরফে আকাশ ও শুটার মুসাসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তিন আসামি হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট ছিলেন বলে উল্লেখ রয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২০ মিনিট আগেগাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
৩৭ মিনিট আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
১ ঘণ্টা আগে