নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’
ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী নাকি পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
১ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।
১৬ মিনিট আগেসংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির..
১৮ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চাপায় সিএনজিতে থাকা আইরিন আক্তার (১৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন নিহতের ছোট বোন আঁখি আক্তার (৭)। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বাসটি...
৩০ মিনিট আগে