জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দুদিন পর দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ২১: ৪৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া সোনাউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৭টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত সোনাউদ্দিনের দেখের ৯৪ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় আহত আরও চারজন চিকিৎসাধীন আছেন।’ 

সোনাউদ্দিন উপজেলার আওখাব বাজার এলাকার বাসিন্দা। গত ৩ নভেম্বর রাত সাড়ে ১১টায় দগ্ধ হন তিনিসহ পরিবারের ৫ সদস্য। পরিবারের অন্য সদস্যরা হলেন—গৃহবধূ হাসান বানু (৫৫), তার স্বামী আলী আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৮), শারীরিক প্রতিবন্ধী মেয়ে সাহেরা (২৪)। 

নিহতের ভাতিজা নূরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে তেমন গ্যাসের চাপ থাকত না। সে জন্য রান্নার জন্য গ্যাসের চাপ বাড়াতে ২ সপ্তাহ আগে একটি মেশিন লাগানো হয়েছিল। রাতে যখন সবাই বাসায় ঘুমিয়ে ছিলেন, তখন ওই মেশিনের কারণে পুরো ঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের নতুন আইজি হতে পারেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ আইনে: আসিফ নজরুল

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত