ডেঙ্গুর বিস্তার রোধে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জুন ২০২২, ২০: ৫৪
আপডেট : ১৫ জুন ২০২২, ২১: ৪৮

ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিচালিত প্রথম দিনের অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রথম দিনে ১২৫টি ভবন ও নির্মাণাধীন স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫টি মামলায় ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

করপোরেশনের অঞ্চলসমূহের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো মুগদা হাসপাতালসংলগ্ন এলাকায়, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর লালবাগ এলাকায়, অঞ্চল-৪ ও অঞ্চল-১০-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী যথাক্রমে কাপ্তান বাজার, ফুলবাড়িয়া সুপার মার্কেট ও সুন্দরবন স্কয়ার মার্কেট এবং শ্যামপুরের বউ বাজার এলাকায়, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার পোস্তাগোলা এলাকায়, অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বেপারী পাড়া ও রসুলবাগ এলাকায়, অঞ্চল-৭ এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন মান্ডা এলাকায় এবং অঞ্চল-৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম কোনাপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। 

অভিযান প্রসঙ্গে অঞ্চল-২-এর নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো বলেন, ‘আজ অঞ্চল-২-এর মুগদা হাসপাতালসংলগ্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে ৩০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এ সময় ১টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরও আমরা সেই বাড়িতে লার্ভা পেয়েছিলাম। এ বছরের শুরুতেও সেই বাড়ির মালিককে আমরা সতর্ক করেছি। কিন্তু আজকেও সেই বাড়িতে মশার লার্ভা পেলাম।’

আগামীকালও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হবে বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত