নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরির প্রথম দিনে পারিশ্রমিক না দেওয়াকে কেন্দ্র করে যাত্রীবাহী ইকোনো সার্ভিস বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন ওরফে লিটনকে (৩৭) খুন করা হয়। হত্যাকাণ্ডের ৯ দিনের মাথায় অভিযুক্ত হেলপার (বাসচালকের সহকারী) ইউসুফ ভূঁইয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সংস্থাটি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গত শনিবার নরসিংদীর মাধবদী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ৯ এপ্রিল লক্ষ্মীপুর সদরের ঝুমুর মোড়ে ইকোনো সার্ভিস বাস থেকে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিয়াদের স্ত্রী হালিমা আক্তার লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন।
এ বিষয়ে আজ রোববার সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘রিয়াদ বেকার ছিলেন। বাসটির আগের সুপারভাইজার শিপন ছুটিতে যাবেন বলে তাঁর জায়গায় রিয়াদকে নেওয়া হয়। ঘটনার দিন বিকেলেই রিয়াদ ইকোনো সার্ভিস বাসে সুপারভাইজার হিসেবে কাজে যোগ দেন। এ জন্য তিনি ঢাকা থেকে লক্ষ্মীপুরে যান।’
মুক্তা ধর বলেন, ‘লক্ষ্মীপুরে যাওয়ার পর বাসের সুপারভাইজার হিসেবে কাজের জন্য রিয়াদ দৈনিক ৪০০ টাকা মজুরি চান।’ তখন বাসের চালক নাহিদ ও তাঁর সহকারী ইউসুফ বলেন, ‘প্রথম দিন কোনো মজুরি দেওয়া হয় না। পরদিন থেকে মজুরি দেওয়া হবে। এ নিয়ে কথা-কাটাকাটির পরে ধস্তাধস্তি পরে একপর্যায়ে রিয়াদের মাথায় লোহা দিয়ে আঘাত করেন ইউসুফ। এতে তিনি বাসের ভেতরেই মারা যান।’
সিআইডির কর্মকর্তারা বলছেন, ‘তবে এর আগে আসামি ইউসুফের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড তাঁরা পাননি।’
চাকরির প্রথম দিনে পারিশ্রমিক না দেওয়াকে কেন্দ্র করে যাত্রীবাহী ইকোনো সার্ভিস বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন ওরফে লিটনকে (৩৭) খুন করা হয়। হত্যাকাণ্ডের ৯ দিনের মাথায় অভিযুক্ত হেলপার (বাসচালকের সহকারী) ইউসুফ ভূঁইয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সংস্থাটি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গত শনিবার নরসিংদীর মাধবদী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ৯ এপ্রিল লক্ষ্মীপুর সদরের ঝুমুর মোড়ে ইকোনো সার্ভিস বাস থেকে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিয়াদের স্ত্রী হালিমা আক্তার লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন।
এ বিষয়ে আজ রোববার সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘রিয়াদ বেকার ছিলেন। বাসটির আগের সুপারভাইজার শিপন ছুটিতে যাবেন বলে তাঁর জায়গায় রিয়াদকে নেওয়া হয়। ঘটনার দিন বিকেলেই রিয়াদ ইকোনো সার্ভিস বাসে সুপারভাইজার হিসেবে কাজে যোগ দেন। এ জন্য তিনি ঢাকা থেকে লক্ষ্মীপুরে যান।’
মুক্তা ধর বলেন, ‘লক্ষ্মীপুরে যাওয়ার পর বাসের সুপারভাইজার হিসেবে কাজের জন্য রিয়াদ দৈনিক ৪০০ টাকা মজুরি চান।’ তখন বাসের চালক নাহিদ ও তাঁর সহকারী ইউসুফ বলেন, ‘প্রথম দিন কোনো মজুরি দেওয়া হয় না। পরদিন থেকে মজুরি দেওয়া হবে। এ নিয়ে কথা-কাটাকাটির পরে ধস্তাধস্তি পরে একপর্যায়ে রিয়াদের মাথায় লোহা দিয়ে আঘাত করেন ইউসুফ। এতে তিনি বাসের ভেতরেই মারা যান।’
সিআইডির কর্মকর্তারা বলছেন, ‘তবে এর আগে আসামি ইউসুফের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড তাঁরা পাননি।’
যশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৫ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগে