রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় শীলা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার পূর্বপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শীলা আক্তারকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তাঁর স্বামী আর স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শীলা আক্তার পলাশতলী ইউনিয়নের উত্তর কুনাপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং পৌরসভার পূর্বপাড়া এলাকার রবিন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রবিন মিয়া ও তাঁর স্বজনেরা পলাতক রয়েছেন।
নিহতের স্বজনেরা জানান, আনুমানিক ১০ বছর আগে পারিবারিকভাবে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। তাঁদের সংসারে ৭ ও ৫ বছরের দুটো মেয়েসন্তান আছে। নিহতের স্বামী প্রায়ই শিলাকে নানাবিধ নির্যাতন করতেন। কিছুদিন আগে শীলা বাবার বাড়ি চলে যান। পরে স্বামী আর স্বজনেরা শিলাকে প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। আজ বুধবার সকালে স্থানীয়রা ঘরে শিলার ওড়নায় প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা স্বজনদের খবর দেন। স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নিহতের স্বজন নাজমুল বলেন, ‘১০ বছর আগে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। স্বামী প্রায়ই শীলাকে টাকার জন্য নির্যাতন করতেন। শিলা সন্তানদের কথা চিন্তা করে মুখ বুঝে অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিচারের দাবি জানাচ্ছি।’
নিহতের মা জানান, ‘আমার মেয়েকে টাকার জন্য প্রায়ই চাপ দিত। মেয়ের সুখের কথা চিন্তা করে মাঝেমধ্যে টাকা দিয়েছি। আজ স্বামী ও তার স্বজনেরা আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। মেয়ে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রকিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।
নরসিংদীর রায়পুরায় শীলা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার পূর্বপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শীলা আক্তারকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তাঁর স্বামী আর স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শীলা আক্তার পলাশতলী ইউনিয়নের উত্তর কুনাপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং পৌরসভার পূর্বপাড়া এলাকার রবিন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রবিন মিয়া ও তাঁর স্বজনেরা পলাতক রয়েছেন।
নিহতের স্বজনেরা জানান, আনুমানিক ১০ বছর আগে পারিবারিকভাবে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। তাঁদের সংসারে ৭ ও ৫ বছরের দুটো মেয়েসন্তান আছে। নিহতের স্বামী প্রায়ই শিলাকে নানাবিধ নির্যাতন করতেন। কিছুদিন আগে শীলা বাবার বাড়ি চলে যান। পরে স্বামী আর স্বজনেরা শিলাকে প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। আজ বুধবার সকালে স্থানীয়রা ঘরে শিলার ওড়নায় প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা স্বজনদের খবর দেন। স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নিহতের স্বজন নাজমুল বলেন, ‘১০ বছর আগে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। স্বামী প্রায়ই শীলাকে টাকার জন্য নির্যাতন করতেন। শিলা সন্তানদের কথা চিন্তা করে মুখ বুঝে অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিচারের দাবি জানাচ্ছি।’
নিহতের মা জানান, ‘আমার মেয়েকে টাকার জন্য প্রায়ই চাপ দিত। মেয়ের সুখের কথা চিন্তা করে মাঝেমধ্যে টাকা দিয়েছি। আজ স্বামী ও তার স্বজনেরা আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। মেয়ে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রকিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (বারি) ফুটবল খেলা শেষে স্লেজিং (কটু কথা) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গত মাসে দুই জাহাজে আগুনের পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তবে জাহাজ দুটির ক্রুদের অদক্ষতা, অবহেলা ও যথাযথ প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে তদন্ত কমিটি।
২৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কালের কণ্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মো. জুনায়েত শেখকে মারধর করার অভিযোগে শাখা ছাত্রদল থেকে মাশফিকুল রাইনকে অব্যাহতি দেওয়া হয়েছে
২৪ মিনিট আগেমুক্তির দাবিতে খুলনা জেলা কারাগারে অনশনরত দুই জঙ্গির শারীরিক অবস্থা সংকটাপন্ন। আট দিন ধরে কারা হাসপাতালে রেখে স্যালাইনের মাধ্যমে তাঁদের খাবার দেওয়া হচ্ছে।
৩৪ মিনিট আগে