মানিকগঞ্জ প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঢাকামুখী নিউ ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১১ জন।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় পল্লি বিদ্যুতের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তাঁর ছেলে হাফিজুল ইসলাম (৩৫) নিহত হন। এ ঘটনায় নিহত এখনো আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা এলাকা থেকে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নিউ ভিলেজ লাইন পরিবহনটি ছেড়ে আসে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলার বিভিন্নস্থান থেকে যাত্রী উঠে ও নামে। এরপর দুপর আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে আসলে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।
এতে মারাত্মক আহত হন আরো প্রায় ১১ জন। এদের মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পড়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজন নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঢাকামুখী নিউ ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১১ জন।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় পল্লি বিদ্যুতের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তাঁর ছেলে হাফিজুল ইসলাম (৩৫) নিহত হন। এ ঘটনায় নিহত এখনো আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা এলাকা থেকে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নিউ ভিলেজ লাইন পরিবহনটি ছেড়ে আসে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলার বিভিন্নস্থান থেকে যাত্রী উঠে ও নামে। এরপর দুপর আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে আসলে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।
এতে মারাত্মক আহত হন আরো প্রায় ১১ জন। এদের মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পড়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজন নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৫ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৬ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৭ ঘণ্টা আগে