নিজস্ব প্রতিবেদক ও মাদারীপুর প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনা যে নির্দেশ দেবেন, দলের নেতা-কর্মীরা তা মেনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করবেন। জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।
আজ রোববার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাংবিধানিকভাবে আওয়ামী লীগের নেতারাও দাঁড়িয়েছেন। এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। ১৭ ডিসেম্বরের পর সুনির্দিষ্ট আরও সিদ্ধান্ত আসবে। সেই দিন সব জল্পনা-কল্পনার অবসান হবে।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি জনগণের সমর্থন না পাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। এই জায়গা হিসাব করে যেহেতু বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই বিএনপির একমাত্র লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনা যে নির্দেশ দেবেন, দলের নেতা-কর্মীরা তা মেনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করবেন। জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।
আজ রোববার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাংবিধানিকভাবে আওয়ামী লীগের নেতারাও দাঁড়িয়েছেন। এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। ১৭ ডিসেম্বরের পর সুনির্দিষ্ট আরও সিদ্ধান্ত আসবে। সেই দিন সব জল্পনা-কল্পনার অবসান হবে।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি জনগণের সমর্থন না পাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। এই জায়গা হিসাব করে যেহেতু বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই বিএনপির একমাত্র লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ।
লক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৩৫ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগে