নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৪১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর নয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৪১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং হাতিরঝিল থানার এক মামলায় ৯ জনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ৩৮ জন, শাহবাগ ৯, রমনা ২, খিলখেত ৩, ক্যান্টনমেন্ট ৩, কাফরুল ৪১, ভাষানটেক ১৮, পল্লবী ৬২, রূপনগর ১৫, মতিঝিল ৫০, পল্টন ৫২, শাহজাহানপুর ১, যাত্রাবাড়ী ১৫, ডেমরা ১৬, কদমতলী ৭, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৭, বংশাল ৩, বনানী ১৩, গুলশান ৮, খিলখেত ৬, খিলগাঁও ৭, মুগদা থানায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রত্যেকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৮৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ৯ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার আরও ৩০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
নাশকতার মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৪১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর নয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৪১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং হাতিরঝিল থানার এক মামলায় ৯ জনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ৩৮ জন, শাহবাগ ৯, রমনা ২, খিলখেত ৩, ক্যান্টনমেন্ট ৩, কাফরুল ৪১, ভাষানটেক ১৮, পল্লবী ৬২, রূপনগর ১৫, মতিঝিল ৫০, পল্টন ৫২, শাহজাহানপুর ১, যাত্রাবাড়ী ১৫, ডেমরা ১৬, কদমতলী ৭, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৭, বংশাল ৩, বনানী ১৩, গুলশান ৮, খিলখেত ৬, খিলগাঁও ৭, মুগদা থানায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রত্যেকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৮৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ৯ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার আরও ৩০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২২ মিনিট আগেগাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
৩৯ মিনিট আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
১ ঘণ্টা আগে